এক্সপ্লোর
Advertisement
শবরীমালা মন্দির বন্ধ হচ্ছে আজ রাতে, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কেরল জুড়ে একমাস বিক্ষোভ প্রদর্শন কর্মসূচী বিজেপির
কেরল: কেরলের শবরীমালা মন্দিরে প্রত্যেক মাসে পাঁচদিন ব্যাপী একটি ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। সেই অনুষ্ঠান শেষে আজ রাত দশটায় বন্ধ হয়ে যাচ্ছে কেরলের শবরীমালা মন্দির। প্রসঙ্গত, দেশের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায় মেনে গত ১৮ অক্টোবর আয়াপ্পার মন্দির সব বয়সের মহিলাদের জন্যে দরজা খুলে দিয়েছিল। যদিও তারপর থেকেই রায়ের বিরুদ্ধে একাধিক প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী দেখাতে দেখা গিয়েছে ভক্ত এবং পূজারীদের। এখনও পর্যন্ত ন জন মহিলা পর্বতের ওপরের মন্দিরে পৌঁছনোর চেষ্টা করেছেন। তাঁদের প্রত্যেককেই বিক্ষোভের মুখে পড়ে ফিরে আসতে হয়েছে।
গতকাল ভারতীয় জনতা পার্টির তরফে ঘোষণা করা হয়েছে, শীর্ষ আদালতের রায়ের বিরুদ্ধে কেরল জুড়ে তারা একমাস ধরে নানা বিক্ষোভ কর্মসূচী পালন করবে। সে রাজ্যের বিজেপির সাধারণ সম্পাদক জানিয়েছেন, সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে তাঁরা আদালতে একটি রিভিউ পিটিশনও দাখিল করবেন।
এদিকে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তারা আগামীকাল এই রিভিউ পিটিশনের শুনানি কবে হবে, সেব্যাপারে সিদ্ধান্ত নেবে। এখনও পর্যন্ত শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ১৯টি রিভিউ পিটিশন আদালতে জমা পড়েছে।
এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে কেরল বিজেপির সাধারণ সম্পাদক কে সুরেন্দ্রন তাঁর দলের একমাস ব্যাপী কর্মসূচীর কথা জানিয়েছেন। বিজেপির প্রতিনিধি দল প্রতিটি বুথে যাবে, প্রত্যেক বাড়িতে গিয়ে জনমত গঠন করবে। তিনি মনে করেন, মন্দিরের নিয়ম, রীতির মতো বিষয়ে আদালতের নাক গলানো উচিত নয়।There are 19 review petitions pending before the Supreme Court in connection with the #SabarimalaTemple. https://t.co/5HC2R8tzkh
— ANI (@ANI) October 22, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement