কলকাতায় কালীপুজো উদ্বোধনে আসার জন্য শাকিব ক্ষমা চাওয়ায় মৌলবাদীরাই উৎসাহিত হবে, ট্যুইট তসলিমার
Bangladesh police and Rapid Action Battalion arrested a man for threatening Shakib. | শাকিবকে হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশের সুনামগঞ্জ জেলা থেকে মহসিন তালুকদার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশ।
Shakib insulted Hindu religion by apologizing for visiting Kali puja festival in Kolkata. Hindus won't go to kill him for hurting their religious feelings. How come he is so proud of a religion which asks believers to kill people in the name of religion?
— taslima nasreen (@taslimanasreen) November 17, 2020
এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে দীর্ঘদিন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ট্যুইট করে বলেছেন, শাকিবের ক্ষমা চাওয়া উচিত হয়নি। ক্ষমা চেয়ে নিয়ে তিনি হিন্দু ধর্মের অপমান করলেন বলে অভিমত জানিয়ে তসলিমা আরও লিখেছেন, ‘ও ক্ষমা চাওয়ার ফলে ইসলামপন্থীরা চাঙ্গা হবে, হিন্দুদের প্রতি সহানুভূতি প্রকাশ করা বা পুজো মন্ডপে যাওয়া মুসলিমদের হত্যার সাহস পেয়ে যাবে।’
It's not uncommon for Muslims to go to Puja fest in B'desh. Shakib didn't need to say that he's a proud Muslim,he won't go to puja fest,his religion is above other religions.He is protected,the terrorist was arrested.Famous people are so selfish,they compromise with evil forces.
— taslima nasreen (@taslimanasreen) November 17, 2020
শাকিবকে হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশের সুনামগঞ্জ জেলা থেকে মহসিন তালুকদার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশ। এক পুলিশ অফিসার জানিয়েছেন, ধৃত যুবক এখন হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Hundreds of thousands of Islamists took to the streets in B'adesh for demanding my execution by hanging&set a price on my head for criticizing Islam,Govt filed a case against me for committing blasphemy. But I didn't apologize. A lone man threatened Sakib &Sakib apologised!Shame.
— taslima nasreen (@taslimanasreen) November 17, 2020
কলকাতার একটি কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন শাকিব। এরপরেই ফেসবুক লাইভে অস্ত্র হাতে তাঁকে হত্যার হুমকি দেন মহসিন। শাকিব অবশ্য পুজো উদ্বোধনের কথা অস্বীকার করেছেন। তবে তিনি বিতর্ক এড়াতে পারছেন না।
Sakib Al Hasan should not have apologised for attending Kali puja in Kolkata.His apology will strengthen the islamists to kill Muslims whoever visit puja mandap or sympathise with Hindus.He should have said what he did was right,love should be celebrated& hate should be rejected.
— taslima nasreen (@taslimanasreen) November 17, 2020