এক্সপ্লোর
Advertisement
শনিবারের মধ্যে কেন্দ্রকে রাফাল রায় রিভিউ পিটিশনের জবাব পেশ করতে বলল সু্প্রিম কোর্ট
রায়ে তিন বিচারপতির বেঞ্চ রাফাল ডিল চ্যালেঞ্জ করা পিটিশন নাকচ করে জানিয়ে দেয়, ৩৬টি রাফাল জেটবিমান কেনার মতো ‘গুরুত্বপূর্ণ ইস্যু’তে আদালতের হস্তক্ষেপ করার কোনও কারণই নেই, এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে সত্যিই সন্দেহ, সংশয় প্রকাশ করার মতো কিছুই ঘটেনি।
নয়াদিল্লি: রাফাল রায় রিভিউয়ের আবেদন জানিয়ে পেশ হওয়া পিটিশনের ব্যাপারে কেন্দ্রকে ৪ মে-র মধ্যে বক্তব্য জানাতে বলল সুপ্রিম কোর্ট। ভারতের ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার ডিলকে চ্যালেঞ্জ জানানো পিটিশন খারিজ করেছিল সর্বোচ্চ আদালত। ২০১৮-র ১৪ ডিসেম্বরের সেই রায়ে ওই ডিল বৈধ বলে ক্লিনচিট দেয় শীর্ষ আদালতের বেঞ্চ। রায়ে তিন বিচারপতির বেঞ্চ রাফাল ডিল চ্যালেঞ্জ করা পিটিশন নাকচ করে জানিয়ে দেয়, ৩৬টি রাফাল জেটবিমান কেনার মতো ‘গুরুত্বপূর্ণ ইস্যু’তে আদালতের হস্তক্ষেপ করার কোনও কারণই নেই, এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে সত্যিই সন্দেহ, সংশয় প্রকাশ করার মতো কিছুই ঘটেনি।
কিন্তু এতে খুশি হতে না পেরে রায় পুনর্বিচারের আবেদন জানিয়ে পিটিশন দেন দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরি ও যশবন্ত সিনহা, আইনজীবী প্রশান্ত ভূষণ। এঁরা বাদে আমআদমি পার্টি (আপ) নেতা তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহও আলাদা পিটিশনে একই আবেদন করেন।
আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কউল ও বিচারপতি কে এম জোসেফের বেঞ্চ ওই রিভিউ পিটিশনগুলির জবাব দিতে কেন্দ্রের চার সপ্তাহের সময় চাওয়ার আবেদন মঞ্জুর করেনি। শনিবার পর্যন্ত কেন্দ্রকে সময় দেয় তারা।
৬ মে রাফাল রায়ের রিভিউ চেয়ে পেশ হওয়া পিটিশনের শুনানির দিন স্থির করেছে বেঞ্চ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
হুগলি
জেলার
Advertisement