এক্সপ্লোর
বান্ধবীদের মন জয় করতে বাইক, মোবাইল ফোন ছিনতাই, দিল্লিতে গ্রেফতার ৭ যুবক
![বান্ধবীদের মন জয় করতে বাইক, মোবাইল ফোন ছিনতাই, দিল্লিতে গ্রেফতার ৭ যুবক Seven snatched mobile phones to impress girl friends, arrested: Police বান্ধবীদের মন জয় করতে বাইক, মোবাইল ফোন ছিনতাই, দিল্লিতে গ্রেফতার ৭ যুবক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/04/02093541/ARREST-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বান্ধবীদের মন জয় এবং দিল্লির বাইরে নববর্ষ পালন করার জন্য দামী বাইক, স্কুটার ও মোবাইল ফোন ছিনতাই করছিল ৭ যুবক। তবে শেষরক্ষা হল না। সবাই ধরা পড়ে গেল। উদ্ধার হয়েছে চোরাই সামগ্রী।
ডেপুটি পুলিশ কমিশনার সেজু কুরুভিল্লা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে পীরাগড়ি মেট্রো স্টেশনের কাছে ফাঁদ পাতেন পুলিশকর্মীরা। তিন অভিযুক্ত মোটরবাইকে চড়ে সেখানে পৌঁছতেই তাদের ধরা হয়। তাদের কাছ থেকে পাওয়া যায় ১৭টি মোবাইল ফোন। মোটরবাইকটিও চুরি করা হয়েছিল। একইভাবে সুলতানপুরী বাসস্ট্যান্ডের কাছেও ফাঁদ পাতা হয়। সেখান থেকে ধরা পড়ে চার অভিযুক্ত। তাদের কাছ থেকে একটি চোরাই বাইক, একটি চোরাই স্কুটার, ১১ টি মোবাইল ফোন ও ৭,০০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম ইমরান (২৫), বিকাশ (২৩), নীতীন (২২), নাসিম (৩৭). নবীন (২৬), ধর্মেন্দ্র (২২) ও ধীরাজ (২৫)। জেরার মুখে তারা স্বীকার করেছে, বান্ধবীদের মন জয় করা এবং দিল্লির বাইরে নববর্ষ কাটানোর জন্য টাকার জোগাড় করতেই অপরাধের পথ বেছে নেয়। তাদের দেওয়া তথ্যের সূত্রে গোপন জায়গা থেকে আরও চারটি চোরাই বাইক ও একটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)