এক্সপ্লোর
১৮-য় পড়ল ছেলে জোহর, আবেগাপ্লুত পোস্ট স্মৃতি ইরানীর, পরের বার ভাল ছবি দিও, জবাব ছেলের
স্মৃতির পোস্ট সাড়ে ৪৬,০০০-এর বেশি লাইক পেয়েছে, তাঁর ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য মানুষ।

নয়াদিল্লি: আজ ১৮ বছরে পা দিয়েছে স্মৃতি ইরানির ছেলে জোহর। বেজায় খুশি কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে ছেলের ছবি দিয়ে একটি পোস্ট করেছেন। কিন্তু জোহরের মন্তব্য দেখে হাসিতে ফেটে পড়েছে সোশ্যাল মিডিয়া। স্মৃতি লিখেছেন, আমার প্রথম সন্তান @জোহরইরানি_২৪.. আজ ১৮-য় পড়ল.. ১৮ বছরের আনন্দ আর রোমাঞ্চ, এক সঙ্গে পাহাড়ে উঠেছি আমরা, জীবনের সঙ্গীতে নেচেছি.. ঈশ্বর যেন বিশ্বের যাবতীয় আনন্দ দেন তোমাকে।
স্মৃতির পোস্ট সাড়ে ৪৬,০০০-এর বেশি লাইক পেয়েছে, তাঁর ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য মানুষ।
জবাবে জোহর লিখেছে, ভালবাসি মা। পরের বার ভাল ছবি পোস্ট কর।
স্মৃতির পোস্ট সাড়ে ৪৬,০০০-এর বেশি লাইক পেয়েছে, তাঁর ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য মানুষ। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















