এক্সপ্লোর
Advertisement
রাজৌরিতে যুদ্ধবিরতি ভেঙে বিনা প্ররোচনায় গুলি পাক সেনার, হত ভারতীয় জওয়ান
নিয়ন্ত্রণ রেখা বরাবর তাদের ফাঁড়ির ওপর ভারতীয় সেনাবাহিনীর গুলিবৃষ্টিতে চার জওয়ানের মৃত্যু হয়েছে বলে পাকিস্তানের দাবির দুদিন বাদে আজ সকাল থেকে বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি ভাঙে তাদের সেনাবাহিনী।
জম্মু: সীমান্তের ওপার থেকে যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তানের মর্টার হামলা, ছোট অস্ত্র থেকে গুলিবর্ষণে প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান। প্রতিরক্ষা বাহিনীর জনৈক মুখপাত্র জানিয়েছেন, নিহত জওয়ানের নাম সন্দীপ থাপা। ল্যান্স নায়েক ৩৫ বছর বয়সি সন্দীপ দেহরাদুনের ছেলে। রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে পাকিস্তানি গুলিবর্ষণে তিনি মারাত্মক জখম হন। পরে মারা যান।
নিয়ন্ত্রণ রেখা বরাবর তাদের ফাঁড়ির ওপর ভারতীয় সেনাবাহিনীর গুলিবৃষ্টিতে চার জওয়ানের মৃত্যু হয়েছে বলে পাকিস্তানের দাবির দুদিন বাদে আজ সকাল থেকে বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি ভাঙে তাদের সেনাবাহিনী।
ভারতীয় মুখপাত্রটি জানান, রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর সামনের সারির চৌকি ও গ্রামের ওপর মর্টার শেলিং শুরু হয় সকাল প্রায় সাড়ে ৬টা থেকে। তবে সীমান্ত পাহারায় থাকা ভারতীয় সেনাবাহিনীও মুখের মতো জবাব দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের গোলাগুলির লড়াই অব্যাহত রয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কোনও খবর নেই।
গত মাসে জম্মুর পুঞ্চ ও রাজৌরিতে পাকিস্তানের শেলিং, গুলিবর্ষণে দুজন ভারতীয় সেনা জওয়ান, একটি ১০ বছরের বাচ্চার মৃত্যু হয়, বহু সাধারণ মানুষ জখম হন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement