এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশের বারাবাঁকিতে বিষমদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২, ২ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা আদিত্যনাথের
প্রধান সচিবকে এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বারাবাঁকি: উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার রামনগর অঞ্চলে বিষমদ খেয়ে অন্তত ১২ জনের মৃত্যু হল। ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক চক্রান্ত সহ সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র তথা মন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ জানিয়েছেন, মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে সাহায্য করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বিষমদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন রানিগঞ্জ ও আশেপাশের কয়েকটি গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা। আজ ভোরে তাঁদের রামনগর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে কয়েকজনের মৃত্যু হয়। অসুস্থদের মধ্যে ১৬ জনকে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের ডায়ালিসিস চলছে। ৫-৬ জনকে বলরামপুর ও লখনউয়ের রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অসুস্থদের চিকিৎসার বিষয়ে যাবতীয় বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন আদিত্যনাথ।
উত্তরপ্রদেশের আবগারী মন্ত্রী জয়প্রতাপ সিংহ জানিয়েছেন, আবগারী কমিশনার এবং যুগ্ম ও ডেপুটি কমিশনাররা ঘটনাস্থলে গিয়েছেন। জেলা আবগারী আধিকারিক শিব নারায়ণ দুবে, আবগারী ইন্সপেক্টর রামতীর্থ মৌর্য, আবগারী বিভাগের তিনজন হেড কনস্টেবল এবং পাঁচজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া কর্তব্যে গাফিলতির অভিযোগে পুলিশ সার্কেল অফিসার পবন গৌতম ও স্টেশন হাউস অফিসার রাজেশ কুমার সিংহকেও সাসপেন্ড করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement