এক্সপ্লোর
Kashmir To Kanyakumari: ৮ দিনে সাইকেল নিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী! নয়া নজির মহারাষ্ট্রের তরুণের
Cycling across India, new record set by the teen. | শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত সাইকেল নিয়ে যাওয়ার পথে নানারকম প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে এই তরুণকে।
নাসিক: কাশ্মীর থেকে কন্যাকুমারী। দূরত্বটা কম নয়। দেশের এক প্রান্ত থেকে সম্পূর্ণ অন্য প্রান্ত। সাইকেল নিয়ে মাত্র আট দিন, সাত ঘণ্টা, ৩৮ মিনিটে সেই পথ পাড়ি দিয়ে নয়া নজির গড়লেন মহারাষ্ট্রের নাসিকের তরুণ ওম মহাজন। তিনি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত ৩,৬০০ কিমি পথ পাড়ি দিয়েছেন।
আগামী মাসে ১৮ বছর হচ্ছে ওমের। এই তরুণ জানিয়েছেন, ‘আমি অনেক বছর ধরেই সাইকেল চালাচ্ছি। তবে সম্প্রতি গতির উপর জোর দিয়েছি। এনড্যুরান্স সাইক্লিং আমার স্বপ্ন। রেস অ্যাক্রস আমেরিকায় যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে। এ বছরের নভেম্বরেই মার্কিন যুক্তরাষ্ট্রে এই রেস হওয়ার কথা ছিল। ৬ মাস আগে লকডাউন জারি হওয়ার পর থেকেই আমি রেস অ্যাক্রস আমেরিকার জন্য প্রস্তুতি নিতে শুরু করি। কিন্তু এবার করোনা আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের রেসে যোগ দেওয়া সম্ভব হয়নি। সেই কারণে আমি সারা ভারতজুড়ে সাইকেল চালানোর সিদ্ধান্ত নিই।’
শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত সাইকেল নিয়ে যাওয়ার পথে নানারকম প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে ওমকে। আবহাওয়া একটা বড় বাধা ছিল। কোথাও বৃষ্টি, আবার কোথাও চড়া রোদের মধ্যে সাইকেল চালাতে হয়েছে। তবে সব বাধা অতিক্রম করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গিয়েছেন এই তরুণ। ভবিষ্যতে আরও অনেক নজির গড়াই তাঁর লক্ষ্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement