এক্সপ্লোর
Advertisement
WB Election 2021: বাপকে গিয়ে বল..., শুভেন্দুকে নিশানা অভিষেকের
বাংলায় নির্বাচন যত এগিয়ে আসছে, তত বাড়ছে রাজনৈতিক উত্তাপ। দীর্ঘ ৬ বছর পর আজ কাঁথিতে গিয়ে অধিকারী পরিবারকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশে অভিষেকের বার্তা, ‘বাপকে গিয়ে বল বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি। যা করার কর। আয়।’
সঞ্চয়ন মিত্র, ঋত্ত্বিক প্রধান, কাঁথি: বাংলায় নির্বাচন যত এগিয়ে আসছে, তত বাড়ছে রাজনৈতিক উত্তাপ। দীর্ঘ ৬ বছর পর আজ কাঁথিতে গিয়ে অধিকারী পরিবারকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশে অভিষেকের বার্তা, ‘বাপকে গিয়ে বল বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি। যা করার কর। আয়।’
দুপুর ২টো নাগাদ দইসাইয়ে জনসভা করলেন তৃণমূল সাংসদ। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর এই প্রথম কাঁথিতে গেলেন অভিষেক। এবং বেনজিরভাবে আক্রমণ করলেন শুভেন্দুকে। টেনে আনলেন শিশির অধিকারীর প্রসঙ্গও। চ্যালেঞ্জ ছুড়লেন, ‘অধিকারী গড় আবার কী? আমার এখানে সভা আছে আমি সাতদিন আটদিন আগে বলেছিলাম। ফেসবুকে আবার অনেকে ভিডিও ছাড়ছে যাতে আমি ভয়ে এখানে না আসি। আমাকে ভয় দেখাবে! ভাবছে হয়তো আমাকে ধমকে চমকে ভয় দেখাবে। এমনিতে তো জোকারের মতো মুখ তার ওপর আবার বড় বড় কথা। আমাকে বলছে এলে দেখে নেব। যদি না শোধরাও এই করব, তাই করব। আরে তোর বাপকে গিয়ে বল বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি যা করার কর। আয়। আয়। আয়। হিম্মত আছে?’ অভিষেক আরও বলেন, ‘এই মেদিনীপুরের মাটিতে, তোমার মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি।’
আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে টেনে অভিষেকের হুঁশিয়ারি, ‘আজকে এলাম। আগামী দুমাসের মধ্যে আরও পঞ্চাশবার আসব। জামানত বাজেয়াপ্ত করব। কথা দিয়ে যাচ্ছি, নেত্রী তো নিজে নন্দীগ্রাম থেকে দাঁড়াচ্ছে। কথা দিয়ে যাচ্ছি, যারা দিল্লির বুকে মেদিনীপুরের মান সম্মানকে, মেদিনীপুরের আবেগকে বিক্রি করে দিয়েছে, তাদেরকে কড়ায় গণ্ডায় মানুষ একদিন জবাব দিয়ে দেবে। কাউকে কিছু করতে হবে না।’
বিজেপির ‘ভাইপো’ কটাক্ষেরও জবাব দিয়েছেন অভিষেক। তাঁর পাল্টা আক্রমণ, ‘কথায় কথায় কী বলছে, ঘুমাচ্ছে ভাইপো, উঠছে ভাইপো, সকালে হাঁটছে ভাইপো, খাচ্ছে ভাইপো। আতঙ্ক হয়ে গিয়েছে। ১৫ মিনিট বক্তব্য রাখলে ১০ মিনিট খালি ভাইপো, ভাইপো, ভাইপো, ভাইপো করছে। এত ভয়।‘ অভিষেক যোগ করেন, ‘এখন আবার আমার সঙ্গে না লড়াই করে আমার বৌকে টার্গেট করেছে। কী বলছে? বলছে আমার বৌয়ের নাকি এখানে অ্যাকাউন্ট আছে ওখানে অ্যাকাউন্ট আছে। ভাই আমার বৌয়ের কলকাতা ছাড়া আর কোথাও অ্যাকাউন্ট নেই। আরে আমি তো সমস্ত তথ্য-পরিসংখ্যান সামনে রেখে দিয়েছি।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement