পাকিস্তানে নানকানা সাহিব গুরুদ্বার ঘিরে পাথরবৃষ্টি উত্তেজিত জনতার, ইমরানকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন ভারতের
ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। শিখ সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা বাড়াতে পাকিস্তানকে দ্রুত পদক্ষেপ করতে বলেছে বিদেশমন্ত্রক।
নয়াদিল্লি: ভারতে সংখ্যালঘুদের উপর অত্যাচারের মিথ্যা অভিযোগ তুলে, রাষ্ট্রপুঞ্জে সরব হয়েছিলেন ইমরান খান। এবার সামনে এল পাকিস্তানের একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, সেদেশের নানকানা সাহিব গুরুদ্বার ঘেরাও করে পাথর ছুঁড়ছে ক্ষিপ্ত জনতা। এমনকী শিখ সম্প্রদায়ের মানুষদের মেরে তাড়ানোর হুমকিও দেওয়া হচ্ছে। ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। শিখ সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা বাড়াতে পাকিস্তানকে দ্রুত পদক্ষেপ করতে বলেছে বিদেশমন্ত্রক।
সংবাদসংস্থা সূত্রে খবর, প্রচুর সংখ্যক ক্ষিপ্ত জনতা এদিন নানকানা সাহিব গুরুদ্বার ঘিরে শিখ-বিরোধী স্লোগান দিতে শুরু করে। জমায়েতের নেতৃত্বে ছিল একটি ছেলের পরিবার, যার বিরুদ্ধে গুরুদ্বারের এক শিখ কর্মীর মেয়েকে অপহরণ করার অভিযোগ উঠেছে।
LIVE Footage from Nankana Sahib where an angry Muslim mob is outside Gurdwara Sahib and raising anti-Sikh slogans
I urge @ImranKhanPTI Ji to take immediate action on such communal incidents that are increasing the insecurity in the minds of Sikhs of Pak@thetribunechd @PTI_News pic.twitter.com/IlxxBjhpO2 — Manjinder S Sirsa (@mssirsa) January 3, 2020
ঘটনার ভিডিও প্রকাশ করেন অকালি দল বিধায়ক মঞ্জিন্দর সিংহ সিরসা। ভিডিও ট্যুইট করে সিরসা লেখেন, গুরুদ্বার নানকানা সাহিবের সরাসরি ফুটেজ। সেখানে শিখ-বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত ব্যবস্থাগ্রহণের আবেদন করছি। তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, এধরনের সাম্প্রদায়িক ঘটনার জেরে পাকিস্তানে বসবাসকারী শিখরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত ব্যবস্থাগ্রহণের আর্জি জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। মুখ্যমন্ত্রী আবেদন করেন, যত দ্রুত সম্ভব গুরুদ্বারের মধ্যে আটকে পড়া শিখ সম্প্রদায়ভুক্ত মানুষকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যেতে।
সংবাদসংস্থা সূত্রে খবর, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। যদিও, এখনও পর্যন্ত পাক প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এদিকে এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশমন্ত্রক। কেন্দ্রের তরফেও পাক প্রশাসনকে আবেদন করা হয়েছে, এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে। পাকিস্তানে বসবাসকারী সুরক্ষা, নিরাপত্তা ও কল্যাণ সুনিশ্চিত করতে।
India strongly condemns vandalism at the holy Nankana Sahib Gurudwara in Pakistan and calls upon Pakistan to take immediate steps to ensure the safety, security and well being of the Sikh community. https://t.co/Nx1317xQ1T pic.twitter.com/dFykWJa2xP
— Raveesh Kumar (@MEAIndia) January 3, 2020