এক্সপ্লোর
হায়দরাবাদে চিতাবাঘের তাড়া দুই ব্যক্তিকে, রাস্তার কুকুরদের দলের দাপটে কোণঠাসা, ভাইরাল ভিডিও
লকডাউনের মধ্যেই হায়দরাবাদে রাস্তায় ঢুকে পড়ল চিতাবাঘ। ফাঁকা রাস্তায় গুটি কয়েক ব্যক্তিগত তাড়াও করল। এক ব্যক্তির ওপর তার ঝাঁপিয়ে পড়ার ভিডিও দেখে আঁতকে উঠেছেন সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা। তেলঙ্গানার রাজধানীতে এই রুদ্ধশ্বাস ঘটনা ভিডিও ক্যামেরায় ধরা পড়েছে। এরপর অবশ্য চিতাবাঘটি কোনঠাসা হয়ে পড়ে রাস্তার কুকুদের তাড়ায়।
হায়দরাবাদ: লকডাউনের মধ্যেই হায়দরাবাদে রাস্তায় ঢুকে পড়ল চিতাবাঘ। ফাঁকা রাস্তায় গুটি কয়েক ব্যক্তিগত তাড়াও করল। এক ব্যক্তির ওপর তার ঝাঁপিয়ে পড়ার ভিডিও দেখে আঁতকে উঠেছেন সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা। তেলঙ্গানার রাজধানীতে এই রুদ্ধশ্বাস ঘটনা ভিডিও ক্যামেরায় ধরা পড়েছে। এরপর অবশ্য চিতাবাঘটি কোনঠাসা হয়ে পড়ে রাস্তার কুকুদের তাড়ায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি চিতাবাঘ দুই ব্যক্তিকে তাড়া করছে। তাঁদের মধ্যে একজন কোনওক্রমে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে উঠে পড়ে চিতাবাঘের নাগাল এড়ান। দ্বিতীয় ব্যক্তিও ট্রাকে ওঠার চেষ্টা করেন। কিন্তু তার আগেই চিতাবাঘ তাঁর পায়ের কাছে প্যান্ট কামড়ে ধরে। কোনওক্রমে ওই ব্যক্তি পা ছাড়িয়ে ট্রাকে উঠে পড়েন।
এরইমধ্যে চলে আসে একদল রাস্তার কুকুর। তাদের তাড়ায় কোণঠাসা হয়ে পড়ে চিতাবাঘ। কুকুরদের তাড়ায় চিতাবাঘ একটি দেওয়াল টপকে পালানোর চেষ্টা করে। ততক্ষণে চিতাবাঘকে ঘিরে চিত্কার শুরু করে। চিতাবাঘটি অবশ্য কুকুরদের তাড়িয়ে দেয় এবং সুযোগ বুঝে এলাকা ছেড়ে উধাও হয়ে যায়।
গত বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
তেলঙ্গানার বন ও বন্যপ্রাণ সংরক্ষণ সোসাইটি জানিয়েছে, স্নিফার ডগ হায়দরাবাগের কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি পুকুরের কাছে চিতাবাঘটির হদিশ করে। কিন্তু তারপর থেকে চিতাবাঘটিকে খুঁজে পাওয়া যায়নি।
দেশজুড়ে লকডাউনের কারণে শহরাঞ্চলে বন্যপ্রাণীদের ঢুকে পড়ার ঘটনা মাঝেমধ্যেই দেখা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement