এক্সপ্লোর
Advertisement
সুশান্ত, শ্রীদেবী ও সুনন্দা ‘হত্যা’ তদন্তে সিবিআই সাহায্য নিক মোসাদ, শিন বেথের, ট্যুইট সুব্রহ্মণ্যম স্বামীর
তিনটি মৃত্যু নিয়েই নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন স্বামী।
নয়াদিল্লি: বলিউড সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি এই ঘটনার সঙ্গে দুবাই-যোগ নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। এই ঘটনা নিয়ে বলিউডের তিন খানকেও নিশানা করেছেন তিনি। শ্রীদেবী ও সুনন্দা পুষ্করের মৃত্যু নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছেন এই বিজেপি সাংসদ। তাঁর ট্যুইট, ‘ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহির কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভারতের দুবাই দাদারা গভীর সঙ্কটে। ৩ খান মাস্কেটিয়ার্সও সমস্যায় পড়েছেন। সুশান্ত, শ্রীদেবী ও সুনন্দার খুনের মামলার তদন্তে মোসাদ ও শিন বেথের সাহায্য চাওয়া উচিত সিবিআই-এর।’
With Israel and UAE Diplomatic Relations, Dubai Dadas from India are in deep trouble. So are the 3 Khan Musketeers. CBI should seek help of Mossad and Shin Beth for information on Sushant, Sridevi and Sunanda murders cases.
— Subramanian Swamy (@Swamy39) August 20, 2020
২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ের একটি হোটেলের ঘরের শৌচাগারে বাথটাব থেকে শ্রীদেবীর মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার তদন্ত হয়। তদন্তকারীরা বলেন, দুর্ঘটনাবশত বাথটাবের জলে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় এই অভিনেত্রীর। এর আগে ২০১৪ সালের ১৭ জুন রাতে দিল্লির একটি হোটেলের ঘর থেকে সুনন্দার মৃতদেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যু নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। এ বছরের ১৪ জুন মুম্বইয়ে নিজের বাড়ি থেকে সুশান্তের মৃতদেহ উদ্ধার হয়।
এই তিনটি মৃত্যু নিয়েই নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন স্বামী। তিনি সুশান্তের মৃত্যুর ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, সুশান্তকে খুন করা হয়েছে। একযোগে বলিউড, মুম্বই পুলিশ ও মহারাষ্ট্র সরকারকে আক্রমণ করেছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement