‘ক্লাসে দেখা হবে’, আশুতোষ কলেজের মেধা তালিকায় নাম প্রকাশের পর ট্যুইট সানি লিওনের
“কলেজের পরবর্তী সেমেস্টারে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। আশা করি তোমরা সবাই আমার ক্লাসে থাকবে।”
কলকাতা: আশুতোষ কলেজের ইংরাজির মেধা তালিকায় নাম প্রকাশ সানি লিওনের। ২৪ ঘণ্টাও কাটল না, জবাব দিলেন অভিনেত্রী। রসিকতা করে সানি লিওন ট্যুইট করলেন, “কলেজের পরবর্তী সেমেস্টারে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। আশা করি তোমরা সবাই আমার ক্লাসে থাকবে।”
প্রসঙ্গত, আশুতোষ কলেজের ইংরাজির মেধা তালিকায় সানি লিওনের নাম নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়, তা সবার প্রথম প্রকাশিত হয় এবিপি আনন্দর ওয়েবসাইটে। চ্যানেলে খবর প্রকাশিত হওয়ার পরই তড়িঘড়ি তালিকা সংশোধন করে দেওয়া হয়। সরিয়ে দেওয়া হয় অভিনেত্রীর নাম। যদিও সেখানে প্রাপ্ত নম্বর একই রয়েছে।
পড়ুন: আশুতোষ কলেজে ইংরাজির মেধা তালিকায় প্রথম নাম সানি লিওনের
কর্তৃপক্ষের সাফাই ছিল, কোনও পড়ুয়া মশকরা করেই এই কাজ করেছে। কিংবা প্রযুক্তিগত বিভ্রাটের কারণেই এই ভুল হয়ে থাকতে পারেও আশঙ্কা করেছেন কলেজের উপাধক্ষ্য। পরে কলেজ কর্তৃপক্ষ সানি লিওনের নাম সরিয়ে দিলেও পশ্চিমবঙ্গ তো বটেই সারা ভারতের শিরোনামে চলে আসেন সানি লিওন। এবার সেই চর্চায় অংশীদার হলেন সানি নিজে।