এক্সপ্লোর
Advertisement
সুশান্তের মৃত্যু: সলমনের প্রাক্তন ম্যানেজারকে জেরা
সলমনকে বিগ বস সহ একাধিক বহ কোটি টাকার চুক্তি পাইয়ে দেওয়ার পিছনে ছিলেন রেশমা। তবে ২০১৮ সাল থেকে তিনি আর সলমনের সঙ্গে কাজ করেন না।
মুম্বই: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুরহস্যের কিনারা এখনও হল না। তদন্ত চালিয়ে যাচ্ছে মুম্বই পুলিশ। এখনও পর্যন্ত ৩৫ জনকে জেরা করা হয়েছে। গতকাল জেরা করা হয় সলমন খানের প্রাক্তন ম্যানেজার রেশমা শেট্টিকে। সলমন ছাড়াও অক্ষয় কুমার ও আলিয়া ভট্টর সঙ্গে কাজ করেছেন তিনি। সুশান্তের মৃত্যু নিয়ে এবার তাঁর বয়ান নিল মুম্বই পুলিশ। তাঁকে প্রায় পাঁচ ঘণ্টা জেরা করা হয়।
বলিউডে ট্যালেন্ট ম্যানেজার হিসেবে খ্যাতি রয়েছে রেশমার। তিনি শুধু বড় তারকাদের সঙ্গেই কাজ করেন। সলমনকে বিগ বস সহ একাধিক বহ কোটি টাকার চুক্তি পাইয়ে দেওয়ার পিছনে ছিলেন রেশমা। তবে ২০১৮ সাল থেকে তিনি আর সলমনের সঙ্গে কাজ করেন না। যদিও অন্যান্য তারকাদের সঙ্গে তিনি কাজ করছেন। সুশান্তের মৃত্যুর সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না বা তিনি এ বিষয়ে কিছু জানেন কি না, সেটাই খতিয়ে দেখছে পুলিশ।
সুশান্তের মৃত্যুতে তাঁর অনুরাগীরা শোকাহত। এই অভিনেতা গত কয়েকমাস ধরেই অবসাদগ্রস্ত ছিলেন বলে জানা গিয়েছে। তিনি বলিউডে কাজ পাচ্ছিলেন না বলেও অভিযোগ। তাঁর মৃত্যুর পরিপ্রেক্ষিতে বলিউডে স্বজনপোষণের অভিযোগও উঠেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement