এক্সপ্লোর
Advertisement
চিন্ময়ানন্দ কাণ্ড: ‘নিখোঁজ’ ছাত্রীকে দেখা গিয়েছে দিল্লিতে, দাবি উত্তর প্রদেশ পুলিশের
চিন্ময়ানন্দ অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেননি। অপহরণ ও ভয় দেখানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
নয়াদিল্লি: বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনে নিখোঁজ হওয়া ছাত্রীকে দেখা গিয়েছে। বলল উত্তর প্রদেশ পুলিশ। দিল্লির একটি হোটেলে মেয়েটিকে দেখা গিয়েছে বলে দাবি করেছে তারা।
পুলিশ বলেছে, ওই হোটেলে তারা গিয়ে পৌঁছনোর আগেই মেয়েটি সেখান থেকে চলে যান ফলে তাঁকে ধরা সম্ভব হয়নি। স্নাতকোত্তর স্তরের ওই ছাত্রী একটি ভিডিও ক্লিপে তাঁকে নিগ্রহের অভিযোগ আনেন। তাঁর বাবা পুলিশে অভিযোগ করেন, তাঁর মেয়ে চিন্ময়ানন্দের আশ্রম পরিচালিত একটি কলেজে পড়েন। সেখানে তিনি ও অন্যান্য ছাত্রীর ওই নেতার নিগ্রহের শিকার হয়েছেন। এরপর থেকেই ছাত্রীটি নিখোঁজ। জাতীয় মহিলা কমিশন ও উত্তর প্রদেশ মহিলা কমিশন উদ্বেগ প্রকাশ করেছে এ নিয়ে।
প্রিয়ঙ্কা গাঁধী ভঢরাও বলেছেন এই ঘটনা উন্নাও মামলার পুনরাবৃত্তি। কোনও মেয়ে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ করলে তাঁর বিচার পাওয়া তো দূরের কথা, নিজের সুরক্ষা নিয়েও প্রশ্নচিহ্ন উঠে যায়।
उत्तर प्रदेश में एक दिन भी ऐसा नहीं बीतता जिस दिन भाजपा सरकार महिलाओं को ये भरोसा दिलाने में कामयाब हो कि आप सुरक्षित हैं और अगर आपके साथ कोई घटना घटती है तो आपको न्याय मिलेगा।#EnoughIsEnough https://t.co/Z4JSlisrJQ
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 28, 2019
চিন্ময়ানন্দ অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেননি। অপহরণ ও ভয় দেখানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যদিও তাঁর আইনজীবীর অভিযোগ, সবই ষড়যন্ত্র, টাকা আদায়ের জন্য ব্ল্যাকমেল করার চেষ্টা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement