এক্সপ্লোর
Advertisement
কেজি ৮০০ টাকা! 'ভেষজ মাইশূরপা' খেয়ে সারবে করোনা, দাবি করে বিপাকে মিষ্টির দোকান, বাতিল লাইসেন্স
ওই দোকানের দাবি ছিল, তাদের তৈরি 'ভেষজ মাইশূরপা' খেলেই আটকাবে করোনা। এই অদ্ভূত দাবির কথা শুনে দোকানে সারপ্রাইজ রেড করে খাদ্য সুরক্ষা দফতর।
কোয়েম্বত্তুর: চিন্নিয়ামপালমে এক মিষ্টির দোকানের মালিক দাবি করেছিলেন, তাঁদের তৈরি
বিশেষ মিষ্টিতেই নাকি সারবে করোনা। মিষ্টান্ন বিক্রেতার এমন দাবি ঘিরে, কার্যত হইচই পড়ে যায় দেশজুড়ে। যে ভাইরাসের দাপট ঠেকাতে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা দিনরাত এক করে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেখানে কিনা মিষ্টি খেয়ে সারবে করোনা! এমন দাবি ঘিরে তো চাঞ্চল্য ছড়াবেই।
ওই দোকানের দাবি ছিল, তাদের তৈরি 'ভেষজ মাইশূরপা' খেলেই আটকাবে করোনা। এই অদ্ভূত দাবির কথা শুনে দোকানে তল্লাশি চালায় খাদ্য সুরক্ষা দফতর। শুধু তাই নয়, দোকানের লাইসেন্সও বাতিল করা হয়। মোট ১২০ কেজি 'ভেষজ মাইশূরপা'ও বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর, দোকান থেকে ওই মিষ্টি কেজি প্রতি ৮০০ টাকায় বিক্রি করা হচ্ছিল।
খাদ্য সুরক্ষা দফতর সূত্রের খবর, মোটামুটি ১ লক্ষ টাকার মিষ্টি বাজেয়াপ্ত করা হয়েছে। মিষ্টির দোকানের মালিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছে। এছাড়াও ভুল তথ্য দিয়ে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করার আইনেও মামলা করা হয়েছে।
সূত্রের খবর, ওই 'ভেষজ মাইশূরপা' গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই দোকানের দাবি, ১৯ রকম ভেষজ দিয়ে নাকি তৈরি এই মিষ্টি। দোকান থেকে ক্রেতাদের নাকি এও বলা হয়, প্রতিবার এই মিষ্টি ১৩ বার চিবিয়ে খেতে হবে। আরও অদ্ভূত দাবি, প্রথমে মিষ্টিটি খেতে একটু তেতো লাগলেও, যত রোগপ্রতিরোধক্ষমতা বাড়বে তত মিষ্টি স্বাদ পাওয়া যাবে একই জিনিস খেয়ে!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement