আলমারিতে ঢুকে ইঁদুর কুচিকুচি করে দিল কষ্টার্জিত ২ লক্ষ টাকা, মাথায় হাত কৃষকের
সব্জি কৃষকের এই দুঃখজনক লোকসানের ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
হায়দরাবাদ: পেটে অস্ত্রোপচার করতে হবে। এ জন্য অনেক কষ্টে লাখ দুয়েক টাকা জমিয়েছিলেন এক কৃষক। তাঁর সেই কষ্টার্জিত টাকা কেটে কুচি কুচি করল ইঁদুর। এমনই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তেলঙ্গানায়। মেহবুবনগর জেলার ভেমুনুর গ্রামের কৃষক রেডিয়া নাইক অস্ত্রোপচারের জন্য এই টাকা জমিয়েছিলেন। আর সেগুলির যে দশা ইঁদুর করেছে, তা দেখে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন তিনি। চোখে জল ধরে রাখতে পারেননি তিনি। রেডিয়া সব্জিও বিক্রি করেন। তিনি ওই কুচি কুচি করে কাটা নোটগুলি নিয়ে ছোটেন স্থানীয় ব্যাঙ্কে। কিন্তু ব্যাঙ্কের আধিকারিকরা তাঁর নোট বদলে দেওয়ার আর্জি ফিরিয়ে দেন।
এই ঘটনার খবর পৌঁছয় রাজ্যের আদিবাসী, মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী সত্যবতী রাথোড়ের কানে। গতকাল তিনি রেডিয়াকে তাঁর পছন্দের হাসপাতালে অস্ত্রোপচারের বন্দোবস্ত ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।
সব্জি কৃষকের এই দুঃখজনক লোকসানের ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তিনি মণ্ডল রাজস্ব আধিকারিককে রেডিয়ার সঙ্গে দেখা করে তাঁর সান্ত্বনা জানানোর দায়িত্ব দিয়েছেন।
সত্যবতী বলেছেন, ওই কৃষকের হতাশ হওয়ার কারণ নেই। তাঁর আর্থিক লোকসান বা শারীরিক অসুস্থতা- সমস্ত ব্যাপারেই প্রয়োজনীয় সহায়তা করা হবে। রেডিয়ার পাকস্থলী থেকে একটি মাংসপিণ্ড বের করতে অস্ত্রোপচারে খচর হবে প্রায় চার লক্ষ টাকা। কিছু টাকা জমিয়েছিলেন তিনি। আর কিছু টাকা আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবদের কাছ থেকে ধার করেছিলেন রেডিয়া। সেই টাকা আলমারিতে রেখেছিলেন তিনি। আলমারি ঢুকে ওই নোটগুলি কেটে কুচি কুচি করে দিয়েছে ইঁদুর।
গত মঙ্গলবার ওই টাকা হাসপাতালে জমা দিয়ে রেডিয়া আলমারি খুলে মাথায় হাত দিয়ে বসেন। দেখেন, ৫০০ টাকার নোটে ২ লক্ষ টাকা আলমারিতে রেখেছিলেন তিনি। সমস্ত নোটগুলি দাঁত দিয়ে কেটে টুকরো টুকরো করে দিয়েছে ইঁদুর।
রেডিয়া সব্জি চাষ করেন এবং মোটরবাইকে করে সব্জি বিক্রিও করেন। তিনি জানিয়েছেন, আলমারিতে একটি ব্যাগে টাকা রেখেছিলাম। আলমারি খুলে দেখলাম সব নোটগুলি টুকরো টুকরো হয়ে রয়েছে।
এভাবে টাকার লোকসান হওয়ায় ভেঙে পড়েন রেডিয়া। অস্ত্রোপচারের সমস্ত আশা হারিয়ে ফেলেন। ওই কৃষকের দুর্দশার খবর জানতে পেরে তাঁর সাহায্যে এগিয়ে এসেছেন মন্ত্রী। তাঁকে এ জন্য ধন্যবাদ জানিয়েছেন রেডিয়া।