এক্সপ্লোর
Advertisement
২.০ ভার্সন শামির, মেয়ে আইরার নাচের ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়
হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া ভুবনেশ্বর কুমারের পরিবর্তে আফগানিস্তানের বিরুদ্ধে শামির প্রথম একাদশে অন্তর্ভুক্তি নিশ্চিত
ম্যাঞ্চেস্টার: হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া ভুবনেশ্বর কুমারের পরিবর্তে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর প্রথম একাদশে অন্তর্ভুক্তি নিশ্চিত। সেই মহম্মদ শামির ভূয়সী প্রশংসা করলেন ভারতীয় দলের ট্রেনার শঙ্কর বাসু। জানিয়ে দিলেন, শামি এখন অনেক পরিণত। ফিটনেস নিয়ে অনেক বেশি সচেতন। পরিবর্তিত শামিকে তাই ২.০ ভার্সন বলা যেতে পারে!
শঙ্কর বলছেন, ‘গত তিন বছরের কথা যদি বলি, শামি একই চেহারা ধরে রেখেছে। ওর জিনটাই বিস্ময়কর। যখনই ওর শরীরে ফ্যাটের পরিমাণ মাপা হয়, প্রত্যেকবারই একই ফলাফল আসে। ওর ট্রেনিংটা পুরোপুরি পাল্টে ফেলেছে। শরীরচর্চা এখন ওর জীবনের অঙ্গ হয়ে গিয়েছে যেটা আগে ছিল না। এখন ও পুরোপুরি পরিবর্তিত একজন ব্যক্তি। এটা মহম্মদ শামির ২ পয়েন্ট জিরো ভার্সন।’
শামি নিজেও রয়েছেন ফুরফুরে মেজাজে। বুধবার তিনি মেয়ে আইরার নাচের একটি ভিডিও পোস্ট করেন। লেখেন, ‘আমার ছোট্ট সুপারস্টার। ডান্সার।’
স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ এনেছিলেন। শামির বিরুদ্ধে একাধিক মামলাও করেন হাসিন। সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি। কন্যা আইরা মায়ের সঙ্গেই থাকে। মেয়ের নাচের ভিডিও শামিকে যে বিশ্বকাপ চলাকালীন চাপমুক্ত থাকতে সাহায্য করছে, বলার অপেক্ষা রাখে না।My little super star 🌟 #Dancer pic.twitter.com/67hvjwRLvT
— Mohammad Shami (@MdShami11) June 19, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement