কাশ্মীরে যারা ঘৃণা ছড়াচ্ছে, উন্নয়নে বাধা দিচ্ছে, কোনওদিন সফল হবে না: ‘মন কি বাত’-এ মোদি
বুলেট ও বম্বের ক্ষমতার তুলনায় উন্নয়নের শক্তি অনেকটাই বেশি। রবিবার, ‘মন কি বাত’ অনুষ্ঠানে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নয়াদিল্লি: কাশ্মীরে যারা ঘৃণা ছড়াচ্ছে এবং উন্নয়নে বাধা দিচ্ছে, কখনই সফল হবে না। কারণ, উন্নয়নের শক্তি বুলেট ও বম্বের ক্ষমতার তুলনায় অনেকটাই বেশি। রবিবার, ‘মন কি বাত’ অনুষ্ঠানে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি জানান, গত জুন মাসে জম্মু ও কাশ্মীরে ‘গাঁও বাপস’ নামে একটি প্রকল্প নেওয়া হয়। সেখানে স্থানীয়দের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর দাবি, ব্যাপক সাড়া মিলেছে। তিনি বলেন, কাশ্মীরের মানুষ উন্নয়নের মূলস্রোতে ফিরতে চায়। যে কারণে, প্রত্যন্ত গ্রামগুলিতেও মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কাশ্মীরবাসী সুপ্রাশন চায়। অর্থাৎ, একটা বিষয় পরিষ্কার, তা হল বুলেট ও বম্বের ক্ষমতার তুলনায় উন্নয়নের শক্তি অনেকটাই বেশি। আর যারা উন্নয়নের পথ আটকে ঘৃণা ছড়াতে চাইছে, তাদের দুরভিসন্ধি কোনওদিন সফল হবে না। মোদি জানান, প্রথমবার রাজ্যের প্রায় ৪,৫০০ পঞ্চায়েতের অন্তর্ভুক্ত গ্রামবাসীদের কাছে পৌঁছতে সক্ষম হয়েছে সরকারি কর্মীরা। আধিকারিকরা সোপিয়ান, কুলগাম, পুলওয়ামা ও অনন্তনাগ সহ সেইসব সীমান্তবর্তী জায়গায় পৌঁছে গিয়েছে, যেগুলি দশকের পর দশক ধরে সীমান্তপার থেকে ধেয়ে আসা গোলা-বারুদের সম্মুখীন হয়ে চলেছে। মোদি যোগ করেন, কাশ্মীরের বাসিন্দাদের মধ্যে আতিথেয়তা ভীষণ রকম। অদূর ভবিষ্যতে কাশ্মীরে পর্যটন-শিল্প আবারও তার গরিমা ফিরে পাবে।