এক্সপ্লোর
Advertisement
মন্ত্রিসভার সম্মতি, গগনযান প্রকল্পে ২০২২ সালে সাতদিনের জন্য তিনজনকে মহাকাশে পাঠাবে ইসরো
নয়াদিল্লি: ২০২২ সালে সাতদিনের জন্য মহাকাশে যাবেন তিন ভারতীয়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) গগনযান প্রকল্পে মহাকাশচারীদের পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পে ১০,০০০ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ এই ঘোষণা করেছেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
এবারের স্বাধীনতা দিবসে গগনযান প্রকল্পের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে রাশিয়া ও ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছে ভারত। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি এম কে ৩-এর মাধ্যমে তিন মহাকাশচারীকে মহাকাশে পাঠাবে ইসরো। এ বিষয়ে ইসরো চেয়ারম্যান ড. কে শিবান জানিয়েছেন, তাঁদের হাতে খুব কম সময় থাকলেও, ইসরো এই প্রকল্প সফল করতে পারবে।
এখনও পর্যন্ত মহাকাশচারী পাঠানোর জন্য পরিকাঠামো তৈরির ক্ষেত্রে প্রায় ১৭০ কোটি টাকা খরচ করেছে ইসরো। ২০০৮ সালে প্রথমবার ভারতীয় মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু দেশের আর্থিক অবস্থার কথা ভেবে সেই পরিকল্পনা স্থগিত করে দেওয়া হয়। তবে এবার এই প্রকল্পে সম্মতি জানাল সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement