TMC Shahid Diwas Live: বিজেপি গদ্দারদেরই পার্টি, শুভেন্দুর নাম না করে ফের নিশানা মমতার
TMC Shahid Diwas Virtual 2021 Live Updates:রাজ্যের পাশাপাশি, দলনেত্রীর বক্তব্যকে সর্বভারতীয় স্তরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে তৃণমূল।
LIVE

Background
TMC Martyr Day Live: ওরা নৃশংস, শান্তিতে কাউকে বাঁচতে দেবে না, বিজেপিকে নিশানা মমতার; হিংসায় বাম আমলকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল, পাল্টা দিলীপ
ওরা নৃশংস, শান্তিতে কাউকে বাঁচতে দেবে না। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপিকে নিশানা করে সুর চড়ালেন তৃণমূল নেত্রী। পাল্টা বিজেপি বলেছে,হিংসায় বাম আমলকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল।
Virtual 21 July Live: বিজেপি গদ্দারদেরই পার্টি, শুভেন্দুর নাম না করে ফের নিশানা মমতার
বিধানসভা ভোটের সময় অনেক শিক্ষা পেয়েছি। যারা গদ্দারি করেছে, তাদের রাজনৈতিকভাবে বিদায় দেবে মানুষ। বিজেপি গদ্দারদেরই পার্টি। শুভেন্দুর নাম না করে ফের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
TMC Martyr Day Live: বিজেপিকে বদনাম করতেই অভিযোগ, ফোন ট্যাপের অভিযোগ খারিজ বিজেপির
বিজেপিকে বদনাম করতেই অভিযোগ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই ফোন ট্যাপ করে। পাল্টা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
Virtual 21 July Live: মমতার ফোনে আড়িপাতার অভিযোগে ফোনে টেপ লাগিয়ে প্রতিবাদ তৃণমূল কর্মীদের
‘আমি চিদম্বরমকে ফোন করতে পারি না, ফোনে আড়িপাতা হয়। আমাকে ফোনের ক্যামেরায় প্লাস্টার লাগাতে হচ্ছে’ । ২১ শে জুলাইয়ের মঞ্চে নিজের ফোন দেখিয়ে অভিযোগ মমতার। এরপর তৃণমূল কর্মীরা ফোনে টেপ লাগিয়ে প্রতিবাদ জানান।
TMC Martyr Day Live: দিল্লির স্বৈরাচারী শাসকদের ছুড়ে ফেলার সময় এসেছে, বললেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিল্লির কনস্টিটিউশন ক্লাবে হাজির সব নেতাদের আন্তরিক ধন্যবাদ। বিজেপির ভয় দেখানোর কৌশলে আমরা মাথা নত করব না। তৃণমূলের সব বুথ বা ব্লক স্তরের নেতাদের ধন্যবাদ। ভোটের লড়াইয়ে তাঁরা যে লড়াই করেছেন, তার তুলনা নেই। এবার দিল্লিতে বর্তমান স্বৈরাচারী শাসকদের ছুড়ে ফেলার সময় এসেছে।’
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
