TMC Shahid Diwas Live: বিজেপি গদ্দারদেরই পার্টি, শুভেন্দুর নাম না করে ফের নিশানা মমতার
TMC Shahid Diwas Virtual 2021 Live Updates:রাজ্যের পাশাপাশি, দলনেত্রীর বক্তব্যকে সর্বভারতীয় স্তরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে তৃণমূল।

Background
কলকাতা: আজ তৃণমূলের ২১শে জুলাইয়ের শহিদ দিবস। করোনাকালে তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবস এবারও ভার্চুয়ালে।কলকাতা থেকে জেলা - চূড়ান্ত প্রস্তুতি।শহিদ দিবস উপলক্ষ্যে আজ ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের পাশাপাশি, দলনেত্রীর বক্তব্যকে সর্বভারতীয় স্তরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে তৃণমূল।
মঙ্গলবার দেখা যায় কলকাতায় বিভিন্ন জায়গায় চলছে ২১-শে জুলাইয়ের ভাষণ সম্প্রচারের প্রস্তুতি।
ভাষণ সম্প্রচারের পাশাপাশি ২১শে জুলাইয়ের প্রচারে অভিনব উদ্যোগ নিয়েছে তৃণমূল। ২১শে জুলাইয়ের বার্তা দিতে কলকাতার পথে নেমেছে সুসজ্জিত ট্রাম।মঙ্গলবার নোনাপুকুর ট্রাম ডিপোয় এই প্রচার অভিযানের সূচনা করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাতে যেমন একুশের বার্তা থাকছে...তেমনিই থাকছে কেন্দ্রীয় সরকারের নানা নীতির প্রতিবাদ।
TMC Martyr Day Live: ওরা নৃশংস, শান্তিতে কাউকে বাঁচতে দেবে না, বিজেপিকে নিশানা মমতার; হিংসায় বাম আমলকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল, পাল্টা দিলীপ
ওরা নৃশংস, শান্তিতে কাউকে বাঁচতে দেবে না। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপিকে নিশানা করে সুর চড়ালেন তৃণমূল নেত্রী। পাল্টা বিজেপি বলেছে,হিংসায় বাম আমলকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল।
Virtual 21 July Live: বিজেপি গদ্দারদেরই পার্টি, শুভেন্দুর নাম না করে ফের নিশানা মমতার
বিধানসভা ভোটের সময় অনেক শিক্ষা পেয়েছি। যারা গদ্দারি করেছে, তাদের রাজনৈতিকভাবে বিদায় দেবে মানুষ। বিজেপি গদ্দারদেরই পার্টি। শুভেন্দুর নাম না করে ফের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।






















