করোনা সংক্রমণ ঠেকাতে ৫ কবলিত রাজ্য থেকে বিমান-ট্রেন-গাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি কর্ণাটকের
এই পাঁচ রাজ্য হল -- ‘মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাত, রাজস্থান, ও তামিলনাড়ু’।
বেঙ্গালুরু: পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িকের মধ্যেই রাজ্যে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা উত্তুরোত্তর বৃদ্ধি পাওয়ায়, দ্রুত পদক্ষেপ নিল কর্ণাটক প্রশাসন। বৃহস্পতিবার, করোনা কবলিত ৫ রাজ্য থেকে কর্ণাটকে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করল বিএস ইয়েদুরাপ্পা নেতৃত্বাধীন সরকার।
এই পাঁচ রাজ্য হল -- ‘মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাত, রাজস্থান, ও তামিলনাড়ু’। ঘোষণা অনুযায়ী, এই ৫ রাজ্য থেকে ট্রেন, বাস ও বিমানে করে কর্ণাটকে প্রবেশ নিষিদ্ধ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭৫টি নতুন করোনা আক্রান্তের হদিশ মেলে। রাজ্যো মোট আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই হাজার পৌঁছে যায়। এরপরই, তড়িঘড়ি বসে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই এদিন এই মর্মে সিদ্ধান্তগ্রহণ হয়।
কর্ণাটক সরকারের পেশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যে করোনায় মোট ৪৭ জনের মৃত্য়ু হয়েছে। গত ২৪-ঘণ্টায় ২৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। রাজ্যে মোট সুস্থ হয়েছেন ৮০৯ জন। বর্তমানে ১৬৩৫ জন চিকিৎসাধীন।