ভারতে বেস তৈরি করতে বিভিন্ন মাদ্রাসায় অর্থের জোগান দিচ্ছে হাফিজ সঈদ, জানাল এনআইএ, তদন্তে জোর
নয়াদিল্লি: সন্ত্রাসবাদে অর্থের জোগান নিয়ে দেশে বড়সড় চক্র চলছে বলে গোয়েন্দা সূত্রে খবর। সন্ত্রাসদমন সংক্রান্ত বিভিন্ন মামলার তদন্ত করতে গিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি(এনআইএ)-র হাতে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। জাতীয় তদন্তকারী সংস্থার দাবি, দেশের একাধিক মাদ্রাসা ও ইসলামীয় প্রতিষ্ঠানে অর্থ জোগান দিচ্ছে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবা। প্রাথমিক তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দাদের রেডারে চলে এসেছে হরিয়ানার মেওয়াত সহ বেশি কিছু জায়গার মাদ্রাসা ও ইসলামীয় প্রতিষ্ঠান। এনআইএ০র দাবি, মেওয়াত-পালবল সহ কয়েকটি রাজ্যে সন্ত্রাসবাদে অর্থের জোগান অন্য খাতে লাগাচ্ছে লস্কর। লক্ষ্য, এদেশে নিজেদের বেস তৈরি করা। গত সপ্তাহে সন্ত্রাসবাদে অর্থের জোগান মামলায় দিল্লি থেকে তিন হাওয়ালা ট্রেডারকে গ্রেফতার করে এনআইএ। তাদের মধ্যে সলমন নামে একজন জেরায় স্বীকার করে, তাকে দুবাইয়ে হাফিজ সঈদের সংস্থা ফলাহ-এ-ইনসানিয়ত-এর হয়ে সে বিভিন্ন সংস্থায় অর্থ বিলোচ্ছিল। জেরায় এনআইএ আরও জানতে পেরেছে যে, হাওয়ার মাধ্যমে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদীদের কাছে অর্থ পৌঁছে দেওয়া হয়। যার ব্যবহার দেশের বিরুদ্ধে নাশকতামূলক কার্যকলাপে ব্যবহার করা।