"সেপ্টেম্বর মাসে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নয়", জেইই-নিট নিয়ে কেন্দ্রকে তুলোধনা মমতার
মমতার কটাক্ষ, ‘কেন্দ্রীয় সরকার হাত-পা ধুয়ে বসে আছে! ভোটের সময় এক কথা, অন্য সময় আরেক কথা। যা করছেন মানুষকে উত্তর দিতে পারবেন তো?
কলকাতা: সেপ্টেম্বর মাসে রাজ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে না, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সেপ্টেম্বর মাসে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নয়। পুজোর আগে পরীক্ষা নেওয়া যায় কিনা খতিয়ে দেখা হচ্ছে। অনলাইন বা অফলাইনের সম্ভাবনা দেখুন শিক্ষামন্ত্রী। বাড়ির কাছাকাছি সেন্টারের সম্ভাবনা খতিয়ে দেখুন। দ্রুত সিদ্ধান্ত নিয়ে পড়ুয়াদের জানাবেন শিক্ষামন্ত্রী।
জেইই-নিট নিয়ে ফের একবার কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখছিলেন তৃণমূলনেত্রী।
সেখানে তিনি বলেন, ‘জেইই-নিট-সহ সব পরীক্ষা নিয়েই দুশ্চিন্তা। সবাই ভাবছে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হব না তো? পরীক্ষা নিয়ে পরিবারের লোকজনও চিন্তিত।
তৃণমূলনেত্রী বলেন, পরীক্ষা নিয়ে গায়ের জোরে সিদ্ধান্ত চাপানো হচ্ছে। স্কুল নিয়েও দিল্লি ফরমান দেয়। স্কুলগুলি আমাদের হাতে, তাই পরীক্ষা স্থগিত। কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, জেইই-নিট নিয়ে চিন্তা।
মমতা বলেন, ‘আমরা কয়েকজন মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলাম। জেইই-নিট নিয়ে সুপ্রিম কোর্টে ৬ রাজ্য রিভিউ পিটিশন দাখিল করেছে। পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টে ৬ রাজ্যের আর্জি।
জেইই-নিট নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছে বলে দাবি করেন তৃণমূলনেত্রী। মমতা বলেন, ‘২৯ এপ্রিল প্রথম চিঠি পাঠায় ইউজিসি। প্রথম চিঠিতে ইউজিসি বলে পরীক্ষার প্রয়োজন নেই। জুলাইয়ে চিঠি দিয়ে বলল পরীক্ষা নিতে হবে। তখন সুরক্ষার কথা বলা হল, এখন তাহলে কী হল!’
মমতার কটাক্ষ, ‘কেন্দ্রীয় সরকার হাত-পা ধুয়ে বসে আছে! ভোটের সময় আদালতকে দেখিয়ে হবে না। ভোটের সময় এক কথা, অন্য সময় আরেক কথা। যা করছেন মানুষকে উত্তর দিতে পারবেন তো?
মমতা যোগ করেন, ‘কোথাও পরীক্ষা হচ্ছে, কোথাও হচ্ছে না। আজকে সব রাজ্য একই সমস্যার মুখোমুখি। আমেরিকায় ১ লক্ষ ছেলেমেয়ে আক্রান্ত হয়েছে।
তাঁর মতে, ‘এখনও লকডাউন চলছে, ট্রেন-বিমান বন্ধ। অনেকে ওয়ার্ক ফর্ম হোম করছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের ওপর চাপ দেওয়া হচ্ছে। ভিন জেলা ও রাজ্য থেকে এসে অনেকে পরীক্ষা দেয়। এই পরীক্ষার্থীরা সময়ে সেন্টারে পৌঁছতে পারবে তো? কারও বছর নষ্ট হলে তার জন্য কে দায়ী থাকবে?’
কেন্দ্রের নতুন শিক্ষানীতিকেও আক্রমণ করেন মমতা। বলেন, এখন স্কুলে কোনও পরীক্ষা হবে না। শিক্ষানীতি নিয়ে কোনও আলোচনা করেনি। ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে দেশ।’ তৃণমূলনেত্রীর কটাক্ষ, ‘ভাষণ ছাড়া কিছুই করছে না কেন্দ্রীয় সরকার। শুধুই মন কা বাত চলছে!’