Chronic Diseases in UP: প্রয়াগরাজে অসুস্থ ১৭০-এরও বেশি শিশু, ভর্তি হাসপাতালে
চিফ মেডিক্যাল অফিসার ড. নানক শরণ আজ জানিয়েছেন, যে শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের ক্রনিক ডিজিজ ও এনসেফেলাইটিস, নিউমোনিয়ার মতো ভাইরাল ফিভার হয়েছে।
প্রয়াগরাজ: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অসুস্থ শতাধিক শিশু। ১৭০টিরও বেশি শিশুকে ভর্তি করা হয়েছে মতিলাল নেহরু হাসপাতালে। চিফ মেডিক্যাল অফিসার ড. নানক শরণ আজ জানিয়েছেন, যে শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের ক্রনিক ডিজিজ ও এনসেফেলাইটিস, নিউমোনিয়ার মতো ভাইরাল ফিভার হয়েছে। এত শিশু একসঙ্গে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে বেডের সঙ্কট দেখা দিয়েছে।
চিফ মেডিক্যাল অফিসার আরও জানিয়েছেন, ‘কয়েকদিন আগে আমি যখন শিশুবিভাগ পরিদর্শনে গিয়েছিলাম, তখন সেখানে ১২০টি বেড ছিল। এখন ১৭১ জন ভর্তি। ফলে একেকটি বেডে ২-৩ জন করে শিশুকে রাখতে বাধ্য হচ্ছি আমরা।’
চিফ মেডিক্যাল অফিসার আরও জানিয়েছেন, ‘কয়েকদিন আগে আমি যখন শিশুবিভাগ পরিদর্শনে গিয়েছিলাম, তখন সেখানে ১২০টি বেড ছিল। এখন ১৭১ জন ভর্তি। ফলে একেকটি বেডে ২-৩ জন করে শিশুকে রাখতে বাধ্য হচ্ছি আমরা। ডেঙ্গি আক্রান্ত শিশুর সংখ্যা কম। এনসেফেলাইটিস, নিউমোনিয়ার মতো ক্রনিক ডিজিজে আকান্ত বেশ কয়েকটি শিশু। ওদের অক্সিজেন সাপোর্টে রাখতে হচ্ছে। আমরা যথাসম্ভব চিকিৎসার চেষ্টা করছি।’
মতিলাল নেহরু হাসপাতালে বেডের সঙ্কট এতটাই তীব্র আকার ধারণ করেছে, একেকটি বেডে তিন থেকে চারজনকেও রাখতে হচ্ছে। এমনকী, মেঝেতে মাদুর পেতেও রাখতে হয়েছে বেশ কয়েকটি শিশুকে।
এই পরিস্থিতিতে মতিলাল নেহরু হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন ভর্তি থাকা শিশুদের পরিবারের লোকজন।
নরেন্দ্র কুমার নামে এক অভিভাবকের অভিযোগ, ‘আমার ছেলে এই হাসপাতালে ভর্তি। চিকিৎসক ওকে দেখছেনই না। বেড পাওয়া যাচ্ছে না। হাসপাতালের পক্ষ থেকে যে ওষুধ দেওয়া হয়েছে, তাতেই আমার ছেলে সংক্রমিত হয়ে পড়েছে।’
ময়ঙ্ক কুমার নামে অপর এক অভিভাবকও হাসপাতালের পরিকাঠামো নিয়ে সরব। তিনি বলেছেন, ‘আমার ছেলে হাসপাতালে ভর্তি। ওকে অক্সিজেন সাপোর্টে রাখতে হয়েছে। প্রশাসন পুরোপুরি উদাসীন। এত শিশু একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে। সবারই জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন।’