RPN Singh Joins BJP: কংগ্রেস ছেড়ে বিজেপি-তে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিংহ
UP Election 2022: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেস ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিংহ। তিনি ট্যুইট করে বিজেপি-তে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। ফলে ভোটের আগে ধাক্কা কংগ্রেসের।
নয়াদিল্লি: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিংহ। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে চিঠি দিয়ে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার পরেই তিনি ট্যুইট করে জানান, ‘আজ যখন সারা দেশ গণতন্ত্র দিবসের উৎসবে মেতে উঠেছে, তখন আমি রাজনৈতিক জীবনে এক নতুন অধ্যায় শুরু করছি। জয় হিন্দ।’
এরপর তিনি ট্যুইট করে জানান, ‘আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব ও উপদেশ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাহায্য নিয়ে আমি দেশ গঠনের কাজে অবদান রাখার চেষ্টা করব।’
উত্তরপ্রদেশে কংগ্রেসের অন্যতম প্রধান নেতা আরপিএন সিংহ। বিধানসভা নির্বাচনের ঠিক আগে তাঁর দল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া কংগ্রেসের কাছে বড় ধাক্কা হতে পারে। গতকালই কংগ্রেসের পক্ষ থেকে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের জন্য যে তারকা প্রচারকদের তালিকা তৈরি করা হয়, তাতে আরপিএন সিংহের নাম ছিল। কিন্তু পরদিনই দল ছাড়ার কথা ঘোষণা করলেন তিনি।
উত্তরপ্রদেশে এবারের বিধানসভা নির্বাচন পদরৌনা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন আরপিএন সিংহ। তিনি এই কেন্দ্রের তিনবারের বিধায়ক। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে তিনি কুশীনগর কেন্দ্র থেকে জয় পেয়ে সাংসদ হন। তবে ২০১৪ সালের ভোটে তিনি হেরে যান। এবার পদরৌনায় তাঁর সঙ্গে লড়াই হতে পারে সদ্য বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দেওয়া স্বামী প্রসাদ মৌর্যর। ২০০৯-এর লোকসভা নির্বাচনে স্বামী প্রসাদ মৌর্যকে হারিয়ে দিয়েছিলেন আরপিএন সিংহ।