UP Elections Result 2022: নয়ডায় ১ লক্ষ ৮১ হাজারেরও বেশি ভোটে জয়ী রাজনাথ পুত্র পঙ্কজ সিংহ
UP Elections Result 2022: ২০১৪ সালে বিপুল ভোটে জয়ী হয়ে কেন্দ্রে ক্ষমতায় এসেছিল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি। কিন্তু তখনও দেশের সবচেয়ে বড় রাজ্যে ক্ষমতা দখল করতে পারেনি বিজেপি।
নয়ডা: উত্তরপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ফের সরকার গঠন করতে চলেছে। সেই মতোই উত্তরপ্রদেশ নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী রাজনাথ-পুত্র। নয়ডা থেকে রেকর্ড ভোটে জয়ী রাজনাথ-পুত্র পঙ্কজ সিংহ। নয়ডা বিধানসভা কেন্দ্রে ১ লক্ষ ৮১ হাজারেরও বেশি ভোটে জয়। বিজেপি প্রার্থী পঙ্কজ পেয়েছেন ২ লক্ষ ৪৪ হাজার ৯১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির প্রার্থী পেয়েছেন ৬২ হাজার ৭২২ ভোট।
২০১৭ সাল। তার ঠিক কয়েকবছর আগেই ২০১৪ সালে বিপুল ভোটে জয়ী হয়ে কেন্দ্রে ক্ষমতায় এসেছিল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি। কিন্তু তখনও দেশের সবচেয়ে বড় রাজ্যে ক্ষমতা দখল করতে পারেনি বিজেপি। ২০১৭ সালে কাউকে মুখ না করেই উত্তরপ্রদেশে ভোটে লড়ে বিজেপি। সেখানে একচেটিয়া জয় পায় গেরুয়া শিবির। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হবেন? দেশজুড়ে চলা এই প্রশ্নের মাঝেই চমক দিয়েছিল গেরুয়া শিবির। গেরুয়াবসন পরা এক সন্ন্যাসীকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসায় বিজেপি। অবশ্য তার আগে থেকেই রাজনীতির অলিন্দে পদচারণা ছিল যোগী আদিত্যনাথের। একাধিবার সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে প্ররোচনামূলক নানা বক্তব্যের অভিযোগও ছিল।
ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। সেখানে এতদিন পর্যন্ত বিজেপি পরপর দুবার জিততে পারেনি। যোগী আদিত্যনাথের নেতৃত্বে সেই রেকর্ডও ভাঙল বিজেপি। মেয়াদ সম্পূর্ণ করে ২০২২ সালে ফের বিপুল ভোটে জিতে এলেন যোগী নিজে। রাজ্যজুড়েও বইল গেরুয়া ঝড়। এবারও মুখ্যমন্ত্রীর পদে যে যোগী আদিত্যনাথই বসবেন, সেটা প্রায় নিশ্চিত। মনে করছেন বিশেষজ্ঞরা।
কিন্তু যোগী আদিত্যনাথের পরিচয় কী? জন্মসূত্রে উত্তরাখন্ডের গাড়োয়াল অঞ্চলের বাসিন্দা অজয় সিংহ বিস্ত ওরফে যোগী আদিত্যনাথ। ১৯৭২ সালের ৫ জুন জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯০ সালে ঘর ছাড়েন তিনি। সেইসময় দেশজুড়ে তুঙ্গে রাম জন্মভূমি আন্দোলন। তাতেই যোগ দিতে ঘর ছাড়েন তিনি। এরপর গোরক্ষনাথ মন্দিরে তাঁর পা পড়ে। সেইসময়েই গোরক্ষনাথ মঠের মহন্ত যোগী অবৈদ্যনাথের শিষত্ব গ্রহণ করেন তিনি। পরিচিত হন যোগী আদিত্যনাথ নামে।