এক্সপ্লোর
Advertisement

করোনা কালে সব্জি জীবাণুমুক্ত করতে অভিনব পন্থা এই ব্যক্তির, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
কোনও সমস্যার সমাধান বা কঠিন কাজ সহজ করতে এ দেশের লোকজন অনেক সময়ই নিজস্ব উপায় বের করে নেন। এর দৃষ্টান্ত অনেক সময়ই দেখা গিয়েছে। করোনাভাইরাস অতিমারির এই সময়ে এ ধরনের চটজলদি উপায়ের কোনও খামতি নেই।

নয়াদিল্লি: কোনও সমস্যার সমাধান বা কঠিন কাজ সহজ করতে এ দেশের লোকজন অনেক সময়ই নিজস্ব উপায় বের করে নেন। এর দৃষ্টান্ত অনেক সময়ই দেখা গিয়েছে। করোনাভাইরাস অতিমারির এই সময়ে এ ধরনের চটজলদি উপায়ের কোনও খামতি নেই। এরইমধ্যে এক ব্যক্তি সব্জি জীবাণুমুক্ত করতে বের করেছেন এক অদ্ভূত উপায়। তিনি প্রেসার কুকারের বাষ্প দিয়ে সব্জি স্যানিটাইজ করার পন্থা বের করেছেন। আর এই পন্থা সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরা, বারেবারে ২০ সেকেন্ড ধরে সাবান জলে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও ভিড় এড়িয়ে চলার মতো সতর্কতামূলক ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে। একইসঙ্গে বাইরে থেকে বাড়িতে আসা জিনিসপত্রও ব্যবহারের আগে জীবাণুমক্ত করার দিকেও খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এ কথা মাথায় রেখেই এই ব্যক্তি হাত না লাগিয়ে সব্জি জীবাণুমুক্ত করার পন্থা বের করেছেন।
আইএএস সুপ্রিয়া সাহু তাঁর ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে ওই ব্যক্তিকে তাঁর ওই বিশেষ পদ্ধতির প্রয়োগ করতে দেখা যাচ্ছে। বাড়ির রান্নাঘরে ওই ব্যক্তি ওভেনে প্রেসার কুকার রেখেছেন। ভাল্ভ সরিয়ে প্রেসার কুকারে জুড়েছেন একটি পাইপ।
কুকারে জল গরম হতে যে বাষ্প বেরোয়, তা ওই পাইপ দিয়ে বেরিয়ে আসছে। আর ওই বাষ্প দিয়েই ওই ব্যক্তি হাত না দিয়েই সব্জি পরিষ্কার করে নিচ্ছেন। ভিডিও ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, গরম জল ঢেলে দিলে সব্জি নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু বাষ্পের সাহায্যে হাত না লাগিয়েই সব্জি জীবাণুমুক্ত করা যায়।
ওই ভিডিও পোস্ট করে সুপ্রিয়া সাহু ওই ব্যক্তির প্রশংসা করেছেন। সেইসঙ্গে তিনি বলেছেন, এই পন্থা সঠিক কিনা, তা তিনি প্রমাণ করতে পারেন না। কিন্তু ভারত বারেবারেই এভাবেই সবাইকে তাক লাগিয়ে দেয়।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি নেটিজেনদের নজর কেড়েছে। ইতিমধ্যেই ৩৮ হাজারের বেশি ভিউ হয়েছে। সেইসঙ্গে ইউজাররা কমেন্ট বক্সে ওই ব্যক্তির প্রশংসাও করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
