এক্সপ্লোর
Advertisement
Virat-Anushka Baby Girl Viral Pic: ঘরে এসেছে ভাইঝি, শুভেচ্ছা জানাতে গিয়ে ভুল করে বসলেন বিরাট কোহলির ভাই বিকাশ, পরে খোলসা করলেন, ‘ছবি ওর নয়’
অনুরাগীদের সাগ্রহ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। এই খুশির খবর অনুরাগী ও ভক্তদের জানিয়েছিলেন অনুষ্কার স্বামী তথা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়া মারফৎ এই সুখবর জানান তিনি।
নয়াদিল্লি: অনুরাগীদের সাগ্রহ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। এই খুশির খবর অনুরাগী ও ভক্তদের জানিয়েছিলেন অনুষ্কার স্বামী তথা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়া মারফৎ এই সুখবর জানান তিনি। তারপর থেকেই বিভিন্ন মহল থেকে কন্যা সন্তানের বাবা-মা বিরাট ও কোহলিকে অভিনন্দন জানানো হতে থাকে। এরইমধ্যে বিরাট কোহলির ভাই বিকাশ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে অভিনন্দন জানান। ভাইঝির আগমনের শুভেচ্ছা জানাতে গিয়ে একটা বড় ভুল করে বসেন বিকাশ।
বিকাশ যে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার শেয়ার করেছিলেন, সেখানে এক সদ্যোজাতর পা দেখা যাচ্ছিল। আর এই ছবি দেখেই কোনও কোনও মহলে খবর ছড়িয়ে পড়ে যে, এটাই বিরাট ও অনুষ্কার কন্যার প্রথম ছবি। এই ছবি পোস্ট করে বিকাশ লিখেছিলেন, আমাদের বাড়িতে এসেছে ছোট্ট একটা পরী।
আর সেই ছবি তাঁর ভাইঝির প্রথম ছবি, এ ধরনের কথা রটে যাওয়ার পর বিকাশ এদিন পুরো বিষয়টি খোলসা করেছেন। তিনি জানিয়েছেন, ইন্টারনেটে এ ধরনের ছবি প্রচুর রয়েছে। তারইমধ্যে থেকে নেওয়া ছবি ছিল ওটি। তা তাঁর সদ্যোজাত ভাইঝির আসল ছবি নয়। কোনও কোনও সংবাদমাধ্যমে এটিকে সদ্যোজাতর প্রথম ছবি বলে উল্লেখ করছে। এজন্যই পুরো বিষয়টি সাফ করে দিতেই এই পোস্ট করছি।
উল্লেখ্য, বাবা হওয়ার সুখবর জানিয়ে ট্যুইটারে বিরাট কোহলি লিখেছিলেন যে, 'আপনাদের জানাতে রোমাঞ্চিত বোধ করছি যে, আজ বিকেলে আমাদের কন্যাসন্তান হয়েছে। আপনাদের ভালবাসা, প্রার্থনা আর শুভেচ্ছার জন্য ধন্যবাদ। অনুষ্কা আর মেয়ে, দুজনই ,সম্পূর্ণ সুস্থ আছে। জীবনের নতুন এই অধ্যায় শুরু করার সময় নিজেদের আশীর্বাদধন্য মনে হচ্ছে। আশা করছি এই সময়ে আমাদের কাটানো ব্য়ক্তিগত মুহূর্তকে আপনারা সম্মান করবেন। সকলের জন্য ভালবাসা রইল, বিরাট।'
তারপর থেকেই বিরাট কোহলি ও অনুষ্কার সন্তানের প্রথম ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁদের অনুরাগীরা। এরইমধ্যে খবর মিলেছে যে, বিরাট ও অনুষ্কা তাঁদের কন্যার নাম রেখেছেন অনবি। যদিও এ ব্যাপারে নির্দিষ্টভাবে কোহলি পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement