পাঁচিলকাণ্ডে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর বিশ্বভারতী কর্তৃপক্ষের, কাল জেলাশাসকের নেতৃত্বে বৈঠক
আজ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী
বোলপুর: পাঁচিলকাণ্ডে তৃণমূল বিধায়ক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের বিশ্বভারতী কর্তৃপক্ষের। এদের মধ্যে নির্দিষ্ট ১২ জনের নামে এফআইআর। অভিযোগপত্রে একনম্বরে নাম রয়েছে দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ির। অন্যদিকে, পাঁচিলকাণ্ডে ঠিকাদারকে মারধরের ঘটনায় ধৃত চারজনের জামিন মঞ্জুর করেছে বোলপুর আদালত।
এদিকে, বিশ্বভারতীকাণ্ডে আগামীকাল জেলাশাসকের নেতৃত্বে বৈঠক। তার আগে আজ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।পরবর্তী পদক্ষেপ স্থির করতেই এই বৈঠক বলে বিশ্বভারতী সূত্রে খবর। গতকাল বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির সামনে অবস্থানে বসে এসএফআই। রাতে অবস্থান তুলে নেওয়া হয়।
অন্যদিকে, পৌষ মেলার মাঠ জুড়ে পড়ে রয়েছে নির্মাণ সামগ্রী, ভাঙা যন্ত্রপাতি। সকাল থেকে সেইসমস্ত জিনিস সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন ঠিকাদার সংস্থার কর্মীরা।। অধিকাংশ সামগ্রীই লুঠ হয়েছে বলে অভিযোগ। এমনকি মিক্সিং যন্ত্র অকেজো করে দেওয়ারও অভিযোগ করছেন ঠিকাদার সংস্থার কর্মীরা। গতকালের ঘটনার পর থেকে তাঁরা আতঙ্কে ভুগছেন বলে দাবি।