এক্সপ্লোর
Advertisement
দেখুন! মৃত ছানাকে নিয়ে হাতির পালের শেষযাত্রা
ছোট্ট এক মৃত ছানাকে নিয়ে হাতি পালের শেষযাত্রার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে।
নয়াদিল্লি: হাতির অসামান্য স্মৃতিশক্তির কথা আমরা সকলেই জানি, বিজ্ঞানীরাও তা মেনে নিয়েছেন। আর এবার জানা গেল তাদের ভালবাসা ও অনুভূতির কথা। ছোট্ট এক মৃত ছানাকে নিয়ে হাতি পালের শেষযাত্রার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে।
ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস বা আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান। তাতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া পিচ রাস্তায় উঠে আসছে এক অতিকায় হাতি। তার শুঁড়ে ধরা একটি নিষ্প্রাণ হস্তিশাবক। দূরে দাঁড়িয়ে মানুষজন, তাঁদের দিকে ফিরেও তাকাল না। রাস্তার এক পাশে শাবকটিকে রাখল সে- একটু সরে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। জঙ্গল থেকে ধীরে ধীরে বেরিয়ে এল ছোট, বড় হাতির পাল, শিশুটিকে ঘিরে ধরল তারা। গায়ে বুলিয়ে দিল শুঁড়, তারপর আবার তাকে তুলে নিয়ে ফিরে গেল জঙ্গলে।
কাসওয়ান লিখেছেন, এই দৃশ্য নাড়িয়ে দেবে আপনাকে।
This will move you !! Funeral procession of the weeping elephants carrying dead body of the child elephant. The family just don’t want to leave the baby. pic.twitter.com/KO4s4wCpl0
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 7, 2019
অন্য একটি টুইটে তিনি বৃদ্ধ হাতিদের সমাধিক্ষেত্র নিয়ে যে সব জল্পনা শোনা যায় সে ব্যাপারে উল্লেখ করেছেন। লিখেছেন, অনেকে এ ব্যাপারে লিখেছেন। কিন্তু তিনি নির্দিষ্ট কোনও প্রমাণ পাননি। তবে বেশিরভাগ সময় দেখা গিয়েছে, হাতিরা মৃত্যুর সময় জলের ধারে থাকতে পছন্দ করে।
হাতির ছানার শেষযাত্রার এই ভিডিও কোন জঙ্গলে তোলা হয়েছে জানা যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement