এক্সপ্লোর
Advertisement
সুষমা স্বরাজের মেয়ে হিসেবে আমি গর্বিত, ট্যুইটারে ভিডিও পোস্ট করে জানালেন বাঁশুরী
ট্যুইটারে অত্যন্ত সক্রিয় ছিলেন সুষমা।
নয়াদিল্লি: বিদেশমন্ত্রী হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন প্রয়াত সুষমা স্বরাজ। বিশ্বের যে কোনও প্রান্তে কেউ সমস্যায় পড়লেই ট্যুইটারে তাঁর কাছে সাহায্যের আর্জি জানাতেন। সাহায্যের হাত বাড়িয়েও দিতেন সুষমা। কিন্তু তিনি মা হিসেবে কেমন ছিলেন? ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে সে কথাই জানিয়েছেন সুষমার মেয়ে বাঁশুরী স্বরাজ।
প্রাক্তন বিদেশমন্ত্রীর মেয়ে জানিয়েছেন, ‘আমি সুষমা স্বরাজের মেয়ে হিসেবে গর্বিত। আমার মা ছিলেন আইনজীবী। আমিও আইনজীবী। আমি সুপ্রিম কোর্টে কাজ করি। আমার এই সিদ্ধান্তের পিছনে মায়ের প্রভাব ছিল। তিনি বলতেন, এই পেশা অত্যন্ত তৃপ্তিদায়ক। এই পেশার মাধ্যমে প্রতিদিন মানুষের জীবনে বদল আনা যায়। আমি মায়ের কাছ থেকে কিছুই লুকোতে পারতাম না। তিনি আমার সব পরীক্ষার রিপোর্ট কার্ড দেখতেন, স্কুলে সব পেরেন্ট-টিচার মিটিংয়ে উপস্থিত থাকতেন।’
#TwitterDiplomat: Late @SushmaSwaraj was a fierce advocate for using Twitter for governance, connecting with Indians across the world. She Tweeted for #EveryWoman pic.twitter.com/t0p6NKvKYd
— Twitter India (@TwitterIndia) March 6, 2020
ট্যুইটারে অত্যন্ত সক্রিয় ছিলেন সুষমা। এ বিষয়ে বাঁশুরী জানিয়েছেন, ‘আমার মায়ের কাছে ট্যুইটার ছিল গণতন্ত্রের উৎসব। তিনি অত্যন্ত যত্ন নিয়ে প্রতিটি ট্যুইট লিখতেন। তিনি কার্যকরভাবে ট্যুইটার ব্যবহারও করতেন। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ভারতীয়দের সাহায্য করতেন।’
We have brought Gurpreet and her 8 year old daughter from the refugee camp to our Consulate in Frankfurt. Pic pic.twitter.com/D1c7B6FidN
— Sushma Swaraj (@SushmaSwaraj) February 3, 2016
একটি ঘটনার কথা উল্লেখ করে প্রাক্তন বিদেশমন্ত্রীর মেয়ে জানিয়েছেন, এক মহিলা তাঁর স্বামীর খোঁজে আট বছরের মেয়েকে নিয়ে ব্রিটেনে যান। কিন্তু তাঁর ট্র্যাভেল এজেন্ট তাঁকে জার্মানির একটি উদ্বাস্তু শিবিরে ফেলে রেখে পালিয়ে যান। ওই মহিলা একটি ভিডিও তুলে ট্যুইটারে পোস্ট করে সাহায্য প্রার্থনা করেন। সেই ট্যুইট দেখে ওই মহিলা ও তাঁর মেয়েকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সাহায্য করেন সুষমা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement