এক্সপ্লোর
Advertisement
ভাইরাল ভিডিও: স্লোগান থামাতে বলায় ‘দেশদ্রোহী’ বলে তোপ, এবিভিপি-র ছাত্রদের পা ধরলেন অধ্যাপক
নয়াদিল্লি: স্লোগান থামাতে বলায় অধ্যাপককে ‘দেশদ্রোহী’ আখ্যা দিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র কিছু কর্মী। অধ্যাপকের ক্ষমা চাওয়ার দাবিও জানান তাঁরা। এরপর ওই পড়ুয়াদের পায়ে হাত দিলেন অধ্যাপক। এই ঘটনা ভিডিওতে ধরা পড়েছে।
সংবাদসংস্থার শেয়ার করা ভিডিওতে মধ্যপ্রদেশের মন্দসৌরের রাজীব গাঁধী পিজি কলেজের অধ্যাপক ড. দীনেশ চন্দ্র গুপ্তাকে ছাত্রদের পায়ে হাত দিতে দেখা যাচ্ছে। বিএসসি-র ফলপ্রকাশে বিলম্বে নিয়ে এবিভিপি কর্মীদের স্মারকলিপি দিতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
এবিভিপি কর্মীরা স্লোগান দিতে দিতে যাচ্ছিলেন। ওই সময় অধ্যাপক একটি ক্লাসে পড়াচ্ছিলেন। তিনি বাইরে বেরিয়ে তাঁদের স্লোগান বন্ধ করতে অনুরোধ করেন। তাঁর কথায় কর্ণপাত না করে পড়ুয়ারা স্লোগান দিতে থাকেন। ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে বাধা দেওয়ায় এবিভিপি কর্মীরা অধ্যাপককে ‘দেশদ্রোহী’ বলেও তোপ দাগেন। ক্ষমা চাওয়ার দাবি জানান পড়ুয়ারা।
ভাইরাল ভিডিওতে অধ্যাপককে ‘বল, কার কাছে ক্ষমা চাইব’ বলে এবিভিপি কর্মীদের পায়ে হাত দিতে দেখা গিয়েছে। তাঁর এই কাজে পালাবার পথ খুঁজে পাননি ছাত্ররা।
এই ঘটনা নিয়ে কলেজের অধ্যক্ষ বলেছেন, ‘ছাত্রদের অভিযোগ ছিল, অধ্যাপক তাদের ভারত মাতা কি জয় স্লোগান দিতে বাধা দিয়েছেন। কিন্তু এ রকম কিছু ঘটেনি। তিনি তাদের স্লোগান দিতে বারণ করছিলেন। ছাত্ররা অধ্যাপককে ক্ষমাও চাওয়ার দাবিও জানায়’। এবিভিপি পড়ুয়াদের এই আচরণে ক্ষুব্ধ হয়েই ছাত্র নেতাদের পায়ে হাত দিয়েছিলেন। এই ঘটনার পর তিনদিনের ছুটি নিয়েছেন ওই অধ্যাপক।#WATCH: A professor of Rajiv Gandhi PG College in Mandsaur tried to touch the feet of students belonging to ABVP, allegedly after they called him anti-national & asked him to apologise for asking them to stop raising slogans outside the classroom. #MadhyaPradesh (26.09.2018) pic.twitter.com/RivV1lzzrY
— ANI (@ANI) September 28, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement