WB Border Situation: এখনও নেই ফেন্সিং, চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশ সীমান্তের কাঁটাতারবিহীন এলাকা
Border Situation Update: পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহেই, ভারতের মাথাব্য়াথার অন্য়তম কারণ। এখন বাংলাদেশ সীমান্তওতার কারণ বাংলাদেশের ইউনূস সরকার একদিকে পাকিস্তানের সঙ্গে সখ্য় বাড়াচ্ছে।

শুভেন্দু ভট্টাচার্য, করুণাময় সিংহ ও প্রসেনজিৎ সাহা, কলকাতা: ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে চিন্তা বাড়াচ্ছে এরাজ্য়ের সঙ্গে বাংলাদেশ সীমান্তের কাঁটাতারবিহীন এলাকা।কোচবিহারের তিন বিঘা করিডর থেকে মালদার হবিবপুরের একটা অংশে এখনও নেই ফেন্সিং। ফলে যেকোনও মুহূর্তেই হতে পারে অনুপ্রবেশ। প্রায় একই পরিস্থিতি, পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ত্রিপুরার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। সেখানকার প্রায় ২০ কিমি এলাকায় নেই কোনও কাঁটাতার।
পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহেই, ভারতের মাথাব্য়াথার অন্য়তম কারণ। এখন বাংলাদেশ সীমান্তওতার কারণ বাংলাদেশের ইউনূস সরকার একদিকে পাকিস্তানের সঙ্গে সখ্য় বাড়াচ্ছে। অন্য়দিকে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা। আবার চিনকে সঙ্গে নিয়ে ভারতের চিকেনস নেক ছিনিয়ে নেওয়ার দাবি করছে। এই প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশ সীমান্তেও নিরাপত্তা টানটান। আর এই প্রেক্ষাপটে কোচবিহার, মালদা থেকে ত্রিপুরা, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলির গ্রাউন্ড জিরোয় গিয়ে খোঁজ নিল এবিপি আনন্দ।
কোচবিহারের তিন বিঘা করিডর সরু অংশ দিয়েই দুই ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতায় চলে যাতায়াত। কিন্তু চিন্তার বিষয় হল, এই অংশটি পুরোপুরি কাঁটাতার বিহীন। বর্তমান পরিস্থিতিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনবিঘা করিডর ঘিরে, BSF জওয়ানরা টহল দিচ্ছেন। ২৪ ঘণ্টা নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেখানে কাঁটাতারের বেড়া নেই। সেখানে টাওয়ার বাড়ানো হয়েছে। মালদার হবিবপুর সীমান্তের উল্টোদিকেই রয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, আর দুই দেশের সীমান্ত নির্ধারণ করেছে মহানন্দা নদী। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই এলাকায় কাঁটাতার নেই। এক বাসিন্দা বিপ্লব বিশ্বাস বলেন, "আতঙ্কের মধ্যে আমরা আছি অবশ্যই। কারণ যা বর্তমান পরিস্থিতি। যে কোনও সময় যদি বাংলাদেশ বর্ডার, আমাদের এখান থেকে তো ১ কিলোমিটারও হবে না। যদি পার হয়ে এপারে চলে আসে, আমাদের নিজেদের আত্মরক্ষার কিছু নেই।''
পশ্চিমবঙ্গের মতো প্রায় একইরকম আশঙ্কায় ভুগছেন পড়শি রাজ্য ত্রিপুরার সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের একাংশও। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৮৫৬ কিমি রয়েছে ত্রিপুরায়। এর মধ্যে অসম্পূর্ণ ২৬ কিমি এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু হলেও নানা ভাবে বাধা দিচ্ছে বাংলাদেশ। প্রায় ২০ কিমি এলাকা এখনও কাঁটাতারের বেড়া ছাড়া রয়েছে। BSF সূত্রে খবর, ভারত-পাকিস্তান ক্রমবর্ধমান উত্তেজনার জেরে এখানেও নজরদারি জোরদার করা হয়েছে।






















