WB Corona LIVE: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ১৮ হাজার ৯৯৪ জন
সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৪৪৫ জন। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। ৬৩৬ জন অ্যাকটিভ করোনা রোগী বাড়ায় এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ১ লক্ষ ২৬ হাজার ৬৬৩ জন।

Background
কলকাতা: রাজ্যের করোনাচিত্র ক্রমশ আরও ভয়াবহ আকার ধারণ করছে। এই নিয়ে পরপর সাতদিন শতাধিক আক্রান্তের মৃত্যু হয়েছে। পাশাপাশি দৈনিক আক্রান্তের সংখ্যা ঘোরাফেরা করছে ২০ হাজারের কাছাকাছি।
সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৪৪৫ জন। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। ৬৩৬ জন অ্যাকটিভ করোনা রোগী বাড়ায় এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ১ লক্ষ ২৬ হাজার ৬৬৩ জন।
করোনার কালো মেঘে ঢাকা বঙ্গের আকাশে অবশ্য আশার সোনালি আলোও রয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টা সময়পর্বে রাজ্যে করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৬৭৫ জন। যার ফলে রাজ্যে এই মুহূর্তে ডিসচার্জ রেট গিয়ে দাঁড়াল ৮৬.২৬ শতাংশ।
এদিকে দৈনিক সংক্রমণ-মৃত্যুতে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে ৪২ জনের মৃত্যু, ৩ হাজার ৯৭১ জন আক্রান্ত। কলকাতায় একদিনে ৩৪জনের মৃত্যু, ৩ হাজার ৯৪৮ জন আক্রান্ত। কলকাতা, উত্তর ২৪ পরগণার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, হাওড়া, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান জেলার করোনা চিত্রও।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগণায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৭৩ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। হুগলিতে সংক্রমিত-মৃতের সংখ্যাটা যথাক্রমে ৯৫১ জন ও ৮ জন। হাওড়াতে ১ হাজার ১৪৭ সংক্রমিত, মৃত ৬ জন। নদিয়ায় সংক্রমিত ১ হাজার ১৬ জন, মৃত ৬ জন।
রবিবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ১৯ হাজার ৪৪১ জন। প্রাণ হারিয়েছিলেন ১২৪ জন রাজ্যবাসীর। আর শনিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ১৯ হাজার ৪৩৬ জন। একদিনে করোনায় ১২৭ জনের মৃত্যু হয়েছিল।
রাজ্যে করোনার সংক্রমণের চেন ভাঙতে চলছে আংশিক লকডাউন। পাশাপাশি চেষ্টা চলছে দ্রুত বেশিমাত্রায় রাজ্যে ভ্যাকসিন এনে রাজ্যবাসীকে টিকাকরণের কাজ করার।
WB Corona LIVE: করোনা মুক্ত হয়েছেন প্রায় ১৯ হাজার
একদিনে রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ১৮ হাজার ৯৯৪ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৬.৪২ শতাংশ।
WB Corona LIVE: একদিনে রাজ্যে করোনা সংক্রমিত ২০ হাজার ১৩৬, মৃত্যু ১৩২ জনের।
রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ২০ হাজার পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২০ হাজার ১৩৬ জন। এই সময়পর্বে রাজ্যে ১৩২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।






















