(Source: ECI/ABP News/ABP Majha)
HS Results 2020 Error: যান্ত্রিক ত্রুটি, বিভ্রাট কাটিয়ে ১ ঘণ্টা ৪৫ মিনিট পর ফের সচল ওয়েবসাইট
যান্ত্রিক বিভ্রাট কাটিয়ে ফের সচল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট....
কলকাতা: যান্ত্রিক বিভ্রাট কাটিয়ে ফের সচল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট। ১ ঘণ্টা ৪৫ মিনিট পর অবশেষে সচল ওয়েবসাইট। অবশেষে wb12.abplive.com-এ দেখা যাচ্ছে উচ্চমাধ্যমিকের ফলাফল।
এদিন, সার্ভার বিভ্রাটের জেরে লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে নাজেহাল হতে হয়। ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশে বিভ্রাট হয়। যান্ত্রিক ত্রুটিতে ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশে বিভ্রাটের সৃষ্টি হয়।
যে কারণে সাময়িকভাবে ফল প্রকাশ স্থগিত রাখতে হয় শিক্ষা সংসদকে। জানিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে ফের ওয়েবসাইটে উচ্চমাধমিকের ফলাফল জানতে পারবে পড়ুয়ারা। কিছুক্ষণের নতুন করে ওয়েবসাইটে রেজাল্ট আপলোড, জানায় শিক্ষা সংসদ। সভাপতি মহুয়া দাস জানান, ‘সার্ভারে সমস্যা, কিছুক্ষণের মধ্যে নতুন করে আপলোড’, সমস্যার কথা মেনে আশ্বাস উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।
অবশেষে ১ ঘণ্টা ৪৫ মিনিট পর অবশেষে সচল হয় ওয়েবসাইট।
Education Loan Information:
Calculate Education Loan EMI