কাশ্মীর-ইস্যুতে ভারতের শান্তি প্রয়াসকে পূর্ণ সমর্থন, মত ইইউ প্রতিনিধিদলের, এবার দেশের বিরোধীদেরও যেতে দেওয়া উচিত, দাবি এক সদস্যের
মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ শ্রীনগর বিমানবন্দরে পা রাখেন ইউরোপীয় ইউনিয়নের ২৭ জনের এক প্রতিনিধিদল।
শ্রীনগর: জম্মু-কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থানকে পূর্ণ সমর্থন আগত ইউরোপীয় সংসদের প্রতিনিধিদলের। বুধবার, সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়ে দিল প্রতিনিধিদল। এক সাংসদ বলেন, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস রোধ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য ভারত সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করছি। এখানে উষ্ণ অভ্যর্থনার জন্য আমরা ভারত সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে কৃতজ্ঞ।
যদিও, ওই প্রতিনিধিদলের এক সদস্য মনে করেন, যেমনভাবে বিদেশি প্রতিনিধিদলকে কাশ্মীরে যেতে দেওয়া হয়েছে, ঠিক তেমনভাবেই ভারতের বিরোধী দলগুলির প্রতিনিধিদের যেতে দেওয়া হোক। এক্ষেত্রে যে ভারসাম্যহীনতা আছে, তা সরকারের উচিত দূর করা।
Nicolaus Fest, European Union MP, in Srinagar on his visit to Jammu & Kashmir: I think if you let in European Union parliamentarians, you should also let in opposition politicians from India. So there is some kind of disbalance, the government should somehow address it. pic.twitter.com/PJZ6Vjs8sv
— ANI (@ANI) October 30, 2019
৩৭০ ধারা প্রত্যাহারের সময় থেকে কাশ্মীরে গ্রেফতার হয়ে রয়েছেন বিভিন্ন দলের অনেক হেভিওয়েট নেতা। রাহুল গাঁধী, গুলাম নবি আজাদ, সীতারাম ইয়েচুরির মতো বিরোধী নেতারা কাশ্মীরে যেতে চাইলে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছে। এই প্রেক্ষাপটে গতকাল মোদি সরকারের ব্যবস্থাপনায় কড়া নিরাপত্তার মধ্যে জম্মু-কাশ্মীরে ইউরোপীয় ইউনিয়নের সাংসদরা। মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ শ্রীনগর বিমানবন্দরে পা রাখে ইউরোপীয় ইউনিয়নের ২৭ জনের একটি প্রতিনিধিদল। সেখানে তাঁরা সেনা আধিকারিকদের সঙ্গে কথা বলেন। কাশ্মীরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তাঁরা। বিকেলে ডাল লেকেও যান তাঁরা। শিকারা-ভ্রমণ করেন। ইউরোপীয় ইউনিয়নের সাংসদদের এই সফরকে সরকারি সফরের তকমা দেওয়া হয়নি। প্রতিনিধিদলের সদস্যরা মূলত দক্ষিণপন্থী দলগুলির। ২৭ জনের প্রতিনিধিদলের মধ্যে মাত্র তিনজন ছিলেন যাঁরা বামপন্থী বা উদারপন্থী দলের সমর্থক।