এক্সপ্লোর
Advertisement
প্রধানমন্ত্রীকে বিশ্ব নাট্য দিবসের শুভেচ্ছা, কটাক্ষ রাহুলের, উপগ্রহ বিধ্বংসী কর্মসূচির জন্য সরকার, বিজ্ঞানীদের ধন্যবাদ দিয়েও নেহরু, ইন্দিরাকে কৃতিত্ব কংগ্রেসের
নয়াদিল্লি: মহাকাশ গবেষণায় দেশের বিজ্ঞানীদের সাফল্যের কথা নরেন্দ্র মোদি ঘোষণা করার কিছুক্ষণ বাদেই ট্যুইট রাহুল গাঁধীর। এদিন মহাকাশে মিশন শক্তি সফল হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রতিরক্ষা গবেষণায় যুক্ত বিজ্ঞানীরা স্যাটেলাইট বিধ্বংসী মিসাইল প্রযুক্তি প্রয়োগ করে মহাকাশে একটি তাজা কৃত্রিম উপগ্রহ ধ্বংস করেছেন, যা ভারতকে নিরাপত্তার ক্ষেত্রে বিরাট শক্তিশালী করে তুলবে। এর ফলে মহাকাশ শক্তিতে আমেরিকা, রাশিয়া, চিনের সমগোত্রীয় হয়ে উঠেছে ভারত। কিন্তু বিরোধী দলগুলির তরফে নেতারা প্রধানমন্ত্রী আজকের ঘোষণায় বিজ্ঞানীদের সাফল্য নিজে নিতে চাইছেন বলে অভিযোগ করেন। সেই সূত্র ধরে কংগ্রেস সভাপতিও সংক্ষিপ্ত ট্যুইটে তাঁকে কটাক্ষ করেন, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থারও (ডিআরডিও) প্রশংসা করেন। লেখেন, ওয়েল ডান ডিআরডিও। আপনাদের কাজে দারুণ গর্ব হচ্ছে। প্রধানমন্ত্রীকেও বিশ্ব নাট্য দিবসের শুভেচ্ছা জানাতে চাই।
Well done DRDO, extremely proud of your work.
I would also like to wish the PM a very happy World Theatre Day.
— Rahul Gandhi (@RahulGandhi) March 27, 2019
প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি বিশেষ ভাষণে তাজা উপগ্রহ ভূপতিত করে ভারত স্যাটেলাইট ধ্বংস করার ক্ষমতার প্রদর্শন করেছে বলে জানিয়ে বলেন, মহাকাশ দুনিয়ার সুপার পাওয়ারদের তালিকায় ঢুকল দেশ। রাশিয়া, আমেরিকা, চিনের সমগোত্রীয় হল। এটা এক বিরল সাফল্য। প্রতিটি দেশের যাত্রাপথেই এমন কিছু মূহূর্ত আসে যা চরম গর্বের, আগামী বহু প্রজন্মের ওপর ঐতিহাসিক প্রভাব ফেলে। আজ সেরকমই একটি দিন। ভারত সফল ভাবে উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। মিশন শক্তির সাফল্যের জন্য প্রত্যেককে অভিনন্দন। পাশাপাশি প্রধানমন্ত্রী দাবি করেন, এই পরীক্ষা কোনও দেশকে টার্গেট করে চালানো হয়নি, ৩০০ কিমি উচ্চতায় আগে থেকে স্যাটেলাইটটিকে টার্গেট করেই রাখা হয়েছিল।
কংগ্রেসও ইসরো ও সরকারকে উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শক্তি অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছে, কিন্তু সেইসঙ্গে এর কৃতিত্ব দিয়েছে জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধীর মতো প্রাক্তন প্রধানমন্ত্রীদেরও। কংগ্রেস নেতারা এদিনের ক্ষমতা অর্জনের ঘোষণায় অভিনন্দন জানাতে চেয়েছেন দেশের মহাকাশ বিজ্ঞানীদের। কংগ্রেসের সরকারি ট্যুইটার হ্যান্ডলে বলা হয়েছে, ভারতের এই সর্বশেষ প্রাপ্তির জন্য ইসরো, সরকারকে অভিনন্দন। ১৯৬১ সালে পন্ডিত জওহরলাল নেহরুর হাতে প্রতিষ্ঠিত ভারতীয় মহাকাশ কর্মসূচি ও ইন্দিরা গাঁধীর তৈরি ইসরো সবসময়ই তার মোড় ঘোরানো সাফল্যে ভারতকে গর্বিত করেছে।
.@DRDO_India set up in 1958 under Pt. Jawaharlal Nehru was the first govt. agency to begin defence research & development. It has played a pivotal role in equipping our defence forces with the latest technological developments.
— Congress (@INCIndia) March 27, 2019
In April 1975, the country waited with bated breath as @isro launched its first satellite - Aryabhata - and thus began our journey into the final frontier. pic.twitter.com/Qh47IvXZxz
— Congress (@INCIndia) March 27, 2019
আবার কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা আহমেদ পটেল ট্যুইটে স্যাটেলাইট বিধ্বংসী কর্মসূচি হাতে নিয়েছে বলে প্রাক্তন ইউপিএ সরকারকে কৃতিত্ব দিয়েছেন, তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রশংসা করেছেন। তিনি লেখেন, স্যাটেলাইট বিধ্বংসী কর্মসূচি শুরু করেছিল ইউপিএ সরকার, যার ফল আজ পাওয়া গেল। আমাদের মহাকাশ বিজ্ঞানী ও ডঃ মনমোহন সিংহের দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বকে অভিনন্দন।
কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী আবার ট্যুইটে দেশের বিজ্ঞানীদের গুণগান গেয়েও নেহরু ও নামী বিজ্ঞানী ডঃ হোমি ভাবার সমালোচকদের কটাক্ষ করেন। লেখেন, মহাকাশ অভিযানে নতুন নতুন শৃঙ্গ স্পর্শ করা সুনিশ্চিত করায় আমাদের মহাকাশ বিজ্ঞানীদের অভিনন্দন। যারা পন্ডিত নেহরুকে দায়ী করে চলেছেন, তাদের আজ গা জ্বলবে। অন্য যে কোনও দেশের আগে আজ আমরা যে এখানে এসেছি, সেটা পন্ডিত নেহরু, হোমি ভাবার দূরদৃষ্টির জন্যই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement