এক্সপ্লোর
Advertisement
বিধানসভা ভোটের আগে তৃণমূলে বড় রদবদল, অরূপ রায়কে সরিয়ে দায়িত্বে লক্ষ্মীরতন, রাজ্য কমিটিতে ছত্রধর
একুশের ভোটের আগে তৃণমূলে বড়সড় রদবদল।
কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসে বড়সড় রদবদল। একুশে ভোটের আগে দলকে একেবারে ঢেলে সাজিয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবীন আর প্রবীনের মিশেল তো রয়েছেই, সঙ্গে লোকসভায় আসন খোয়ানো জেলাগুলোতেও বাড়তি নজর দিলেন তৃণমূল সুপ্রিমো। হাওড়ায় যেমন মন্ত্রী অরূপ রায়কে সরিয়ে দায়িত্বে আনা হয়েছে প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লকে। গোটা নদিয়ার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সাংসদ মহুয়া মৈত্রের কাঁধে। অন্যদিকে বালুরঘাটে জেলা সভপতি পদ থেকে অপসারিত অর্পিতা ঘোষ। দার্জিলিংয়েও মন্ত্রী গৌতম দেবকে সরিয়ে তুলনায় নবীনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোচবিহারে দলের শীর্ষ পদে রদবদল করে সভাপতি করা হয়েছে পার্থপ্রতিম রায়কে।
এছাড়াও বাঁকুড়ার তৃণমূল জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন শ্যামল সাঁতরা। ঝাড়গ্রামে তৃণমূল জেলা সভাপতি হলেন দুলাল মুর্মু। পুরুলিয়ায় তৃণমূল জেলা সভাপতি করা হয়েছে গুরুপদ টুডুকে। উল্লেখযোগ্যভাবে জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতোকে রাজ্য কমিটিতে নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একুশে ভোটের আগে রাজ্য কমিটির পুনঃগঠন সহ সাত সদস্যের একটি কোর কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন- ১. সুব্রত বক্সি ২. পার্থ চট্টোপাধ্যায় ৩. কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৪. শুভেন্দু অধিকারী ৫. অভিষেক বন্দ্যোপাধ্যায় ৬. ফিরহাদ হাকিম ৭. শান্তা ছেত্রী তৃণমূলের রাজ্য কমিটির কোঅর্ডিনেটর করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে।গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে জমি হারিয়েছে তৃণমূল। সেখানে অপেক্ষাকৃত ভাল ফল বিজেপির। এই অবস্থায় জমি পুনঃর্দখল করতে ভূমিপুত্র ছত্রধরের ওপরই আস্থা রাখলেন তৃণমূল নেত্রী। উল্লেখ্য, আলিপুয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে বহিষ্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে।
তৃণমূলের এই রদবদলে যে যে বিষয় উল্লেখযোগ্য: ক. পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ -কে মাথায় রেখে দলের রদবদল খ. দলের অনুগতদের জায়গা করে দেওয়া গ. নবীন ও প্রবীনের মিশেল ঘ. পর্যবেক্ষকের পদ তুলে দিয়ে কো-অর্ডিনেশন টিম গঠন ঙ. পুরনোদের যোগ্য সম্মান চ. সাংগঠনিক দুর্বলতা ও গোষ্ঠী দ্বন্দ্ব প্রকট হয়েছে, এমন সব জায়গায় সাংগঠনিক রদবদল ছ. নতুন মুখকে প্রাধান্য জ. ৭ জনের কোর কমিটি ও ২১ জনের সমন্বয় রক্ষাকারী কমিটি গঠন
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
খবর
Advertisement