WB Corona LIVE Updates: একদিনে সুস্থতার সংখ্যায় রেকর্ড, রাজ্যে মৃত্যু ১১২ জনের
তবে এরইমধ্যে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। ফের একবার বাংলায় একদিনে করোনায় মৃত্যু হল একশো জনেরও বেশি।যা কোনওদিন হয়নি, বৃহস্পতিবার তাই হল। একদিনে রাজ্যে প্রাণ হারালেন ১১৭ জন।
LIVE
Background
কলকাতা: কেরলের পর এবার মধ্যপ্রদেশ...।ভয়ঙ্কর করোনা রুখতে এবার আরও এক রাজ্য লকডাউন জারি করল। ১৫ মে পর্যন্ত সংশ্লিষ্ট রাজ্যে লকডাউন জারি থাকবে বলে জানিয়েছে মধ্যপ্রদেশ প্রশাসন।এদিনই ৮ মে থেকে ১৬ মে পর্যন্ত কেরালাতে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে।বাংলাতেও ইতিমধ্যেই করোনা মোকাবিলায় লোকাল ট্রেন বন্ধ, পরিবহণ ক্ষেত্রে যাত্রী সংখ্যা ৫০ শতাংশে বেধে দেওয়া...সহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে!
তবে এরইমধ্যে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। ফের একবার বাংলায় একদিনে করোনায় মৃত্যু হল একশো জনেরও বেশি।যা কোনওদিন হয়নি, বৃহস্পতিবার তাই হল। একদিনে রাজ্যে প্রাণ হারালেন ১১৭ জন।
শুধু এই নয় সংক্রমণও বল্গাহীন হয়ে উঠেছে! রাজ্যে সর্বানাশা রেকর্ড গড়ে বৃহস্পতিবার একদিনে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪৩১ জন।এর ফলে উদ্বেগ বাড়িয়ে বাংলায় অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ২২ হাজার ৭৭৪।
এখনও অবধি রাজ্যে প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৯৬৪ জন। দিনে দিনে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে।রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনায় প্রাণ হারিয়েছেন ৩৬ জন। কলকাতায় প্রাণ চলে গেছে ৩৩ জনের।
এরইমধ্যে করোনার ভয়ঙ্কর পরিস্থিতিতে কেন্দ্রকে তুলোধনা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মন্ত্রী হোক কিংবা সাধারণ মানুষ...ভিনরাজ্য থেকে যাঁরাই আসবে, নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট দেখাতে হবে।
West Bengal Corona LIVE: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়কে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়কে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। ভ্যাকসিন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠির পাল্টা চিঠি হর্ষ বর্ধনের। প্রতিশ্রুতি মতো কেন্দ্র ৪৫ ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে। রাজ্যকে এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ১৯ লক্ষ ডোজ টিকা পাঠানো হয়েছে। আরও ২ লক্ষ টিকা পাঠানোর জন্য প্রস্তুত। তিনি উল্লেখ করেছেন, দেওয়া হয়েছে ১৮.৩৮ লক্ষ এন-৯৫ মাস্ক,প্রায় ৫ লক্ষ পিপিই কিট। ১ হাজার ২৪৫টি ভেন্টিলেটর ও সাড়ে ৪৩ লক্ষ হাইড্রক্সিক্লোরোকুইন। কিন্তু তুলনায় রাজ্যে করোনা পরীক্ষার হার কম,খোঁচা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। ৫টি অক্সিজেন প্ল্যান্ট তৈরির ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই ২টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয়েছে।
WB Corona LIVE: সিউড়ি হাসপাতালে ‘চিকিৎসায় গাফিলতি’তে করোনা রোগীর মৃত্যু
সিউড়ি হাসপাতালে ‘চিকিৎসায় গাফিলতি’তে করোনা রোগীর মৃত্যু। দু’ঘণ্টা পর দিলেও সঠিক মাত্রায় অক্সিজেন না দেওয়ার অভিযোগ। ‘ফের করোনা পরীক্ষার জন্য খুলে নেওয়া হয় অক্সিজেন’। ‘অবস্থা সঙ্কটজনক হওয়া সত্ত্বেও আসেননি ডাক্তার-নার্স’। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ মৃতার পরিবারের। হাসপাতাল সুপারের কাছে রিপোর্ট তলব সিএমওএইচের।
West Bengal Corona LIVE: একদিনে রেকর্ড সুস্থতার সংখ্যায়, রাজ্যে মৃত্যু ১১২ জনের
রাজ্যে বেলাগাম করোনা, দৈনিক সংক্রমণে ফের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯২১৬ জন, মৃত ১১২ জন। একদিনে সুস্থ ১৭৭৮০ জন। কলকাতায় একদিনে আক্রান্ত ৩৯১৫ জন, মৃত ২৮ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৩৯৫৭ জন, মৃত ৩৩ জন।
WB Corona LIVE: স্পুটনিক লাইট সিঙ্গল ডোজ ভ্যাকসিনে ছাড়পত্র ভারতের
স্পুটনিক লাইট সিঙ্গল ডোজ ভ্যাকসিনে ছাড়পত্র দিল ভারত। এই প্রথম স্পুটনিক লাইট সিঙ্গল ডোজে ছাড়পত্র ভারতের। গতকালই স্পুটনিক লাইট ভ্যাকসিনের ঘোষণা করে রাশিয়া। কোভ্যাকসিন, কোভিশিল্ড, স্পুটনিক ভি-কে আগেই ছাড়পত্র দিয়েছে ভারত।
West Bengal Corona LIVE: টিকাকরণ নিয়ে একটিই নীতি নিক কেন্দ্র, সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য
দেশজুড়ে একইরকম টিকাকরণ করতে হবে। টিকাকরণ নিয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। টিকাকরণ নিয়ে একটিই নীতি নিক কেন্দ্র। রাজ্যগুলির মধ্যে কোনও বৈষম্যমূলক আচরণ নয়। কোভিড ভ্যাকসিনের দাম এবং ব্যবহারে অভিন্ন নীতি নেওয়া হোক। সুপ্রিম কোর্টে আবেদন রাজ্যের।