WB Corona LIVE Updates: প্রধানমন্ত্রীর জরুরি করোনা বৈঠক, প্রত্যেক রাজ্যে দ্রুত অক্সিজেন প্ল্যান্ট তৈরিতে আধিকারিকদের নির্দেশ
Corona LIVE Updates: দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১৬ হাজার
LIVE
Background
কলকাতা: সারা দেশের মতো রাজ্যেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৯৯২ জন। রেকর্ড গড়ল দৈনিক মৃ্ত্যুর সংখ্যাও। রাজ্যে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮ জনের। শুধুমাত্র কলকাতা ও উত্তর ২৪ পরগনা মিলিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৭ হাজার।
সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃত ১১ হাজার ৯ জন। এপর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৫৯ হাজার ৯৪২ জন। রাজ্যে একদিনে অ্যাক্টিভ রোগী বাড়ল ৬ হাজার ১৪৯ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৯৪ হাজার ৯৪৯ জন। কলকাতায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ৮৬৮ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬ জনের। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২৫ জন। জেলায় মৃত্যু হয়েছে ১১ জনের। আজ রাজ্যে সুস্থ হয়েছেন, ৯ হাজার ৭৭৫ জন। মোট সুস্থ হয়েছেন, ৬ লক্ষ ৫৩ হাজার ৯৮৪ জন। বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ হাজার ৫৬২ জনের। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ২৪ হাজার ৯৬৭ জন।
এরইমধ্যে চলছে টিকাকরণ অভিযানও। কিন্তু টিকা পেতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে অনেককেই। সেইসঙ্গে চিকিৎসার ক্ষেত্রেও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার অভিযোগও সামনে এসেছে।
WB Corona LIVE Updates: দেশের করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
দেশের করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী । সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর । চিকিৎসা পরিকাঠামো দ্রুত আধুনিকীকরণের নির্দেশ
দেশে অক্সিজেন সঙ্কট নিয়েও রিপোর্ট নেন প্রধানমন্ত্রী । প্রত্যেক রাজ্যে দ্রুত অক্সিজেন প্ল্যান্ট তৈরিতে আধিকারিকদের নির্দেশ
Corona LIVE Updates: দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১৬ হাজার
বাংলায় আরও ভয়ঙ্কর করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১৬ হাজার। গত ২৪ ঘণ্টা রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৪০৩। মৃতের সংখ্যায় নয়া রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৩ জনের। এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৮২-তে।
Corona LIVE Updates: রাজ্যে অক্সিজেনের অভাব নেই, তৈরি হচ্ছে আরও ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট, জানাল সরকার
‘রাজ্যে অক্সিজেনের অভাব নেই। রাজ্যের ১০৫টি হাসপাতালে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেনের ব্যবস্থা। আরও ৪১টি হাসাপাতালে করা হচ্ছে পাইপলাইনের ব্যবস্থা। রাজ্যে আরও ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি হচ্ছে। হাসপাতালগুলি প্রয়োজনে অক্সিজেনের পাইপলাইন সম্প্রসারণ করতে পারবে। অক্সিজেন সরবরাহে এলাকাভিত্তিক নিষেধাজ্ঞা শিথিল করা হল।’ বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য সরকার
Corona LIVE Updates: করোনার থাবা হাওড়া আদালতে, সংক্রমিত ২ আইনজীবী
করোনার থাবা হাওড়া আদালতে। সংক্রমিত ২ আইনজীবী, কর্মবিরতির সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের। আগামী ১০দিন কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত।
COVID-19 LIVE Updates: ৬০ হাজার টাকার অ্যাম্বুল্যান্স ভাড়া করে যোগীরাজ্য থেকে করোনা চিকিৎসা করাতে বাংলায় দম্পতি
Corona LIVE Updates: যোগীরাজ্য থেকে করোনা চিকিৎসা করাতে বাংলায় দম্পতি। উত্তরপ্রদেশের অযোধ্যার দম্পতি ভর্তি চুঁচুড়ার করোনা হাসপাতালে। ৬০ হাজার টাকায় অ্যাম্বুল্যান্স ভাড়া করে চুঁচুড়ায় দম্পতি। ‘গত সপ্তাহে ওই দম্পতির করোনা রিপোর্ট পজিটিভ আসে। স্ত্রী সমস্যা না থাকলেও স্বামীর শ্বাসকষ্ট শুরু হয়। উত্তরপ্রদেশের একাধিক হাসপাতালে চেষ্টা করেও মেলেনি অক্সিজেন। অবশেষে চুঁচুড়ায় আত্মীয়র সঙ্গে ফোনে কথা। তাঁর পরামর্শেই অযোধ্যা থেকে বাংলায় আসার সিদ্ধান্ত।’ জানিয়েছেন ওই দম্পতির আত্মীয়। বর্তমানে চুঁচুড়ার করোনা হাসপাতালে চিকিৎসাধীন অযোধ্যার ওই দম্পতি।