WB Corona LIVE Updates: ফের নয়া রেকর্ড, একদিনে রাজ্যে সংক্রমিত ১৭ হাজার ২০৭ জন
খোলা বাজারে ৬০০ টাকাতেই কিনতে হবে কোভিশিল্ড
LIVE
Background
কলকাতা: বাংলায় আরও ভয়ঙ্কর করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১৬ হাজার। গত ২৪ ঘণ্টা রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৪০৩। মৃতের সংখ্যায় নয়া রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৩ জনের। এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৮২-তে।
রাজ্যে একদিনে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়ল ৫ হাজার ৬৬৬। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৬১৫। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭০৮ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। জেলায় একদিনে মৃতের সংখ্যা ১৩। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সুস্থতার হার ৮৫.৬১ শতাংশ।
COVID-19 LIVE Updates: ফের নয়া রেকর্ড, একদিনে রাজ্যে সংক্রমিত ১৭ হাজার ২০৭ জন
বাংলায় আরও ভয়ঙ্কর রূপ নিল করোনা। ফের নয়া রেকর্ড, একদিনে রাজ্যে সংক্রমিত ১৭ হাজার ২০৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৭ জনের।
COVID-19 LIVE Updates: করোনার সংক্রমণ রুখতে গোয়ায় কাল থেকে লকডাউন
করোনার সংক্রমণ রুখতে গোয়ায় কাল থেকে লকডাউন। কাল সন্ধে ৭টা থেকে ৩ মে পর্যন্ত গোয়ায় লকডাউন । মোহালিতে রোজ সন্ধে থেকে ভোর পর্যন্ত লকডাউন। মোহালিতে সন্ধে ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত লকডাউন। সোম থেকে শুক্রবার পর্যন্ত মোহালিতে আংশিক লকডাউন।
COVID-19 LIVE Updates: দাম কমাল সিরাম, ৪০০ টাকার বদলে ৩০০ টাকায় কিনবে রাজ্য সরকার
সমালোচনার মুখে কোভিশিল্ডের দাম কমাল সিরাম। ৪০০ টাকার বদলে ৩০০ টাকায় কিনবে রাজ্য সরকার। খোলা বাজারে ৬০০ টাকাতেই কিনতে হবে কোভিশিল্ড।
Corona LIVE Updates: খড়গপুরে ১০ ঘণ্টা ধরে পড়ে রইল করোনা আক্রান্তের মৃতদেহ!
খড়গপুরে ১০ ঘণ্টা ধরে পড়ে রইল করোনা আক্রান্তের মৃতদেহ! খড়গপুরের বলরামপুরে করোনায় গোবিন্দ মিশ্রের মৃত্যু। প্রশাসনকে বারবার জানিয়েও কেউ না আসার অভিযোগ। ভোর ৫টায় মৃত্যু, দুপুর ৩টেয় মৃতদেহ নিয়ে গেল স্বাস্থ্য দফতর। খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হয়েছে, দাবি বিডিও-র।
Corona LIVE Updates: ধাপা থেকেই ইস্যু করা হবে করোনায় মৃতদের ডেথ সার্টিফিকেট
এখন ধাপা থেকেই ইস্যু করা হবে করোনায় মৃতদের ডেথ সার্টিফিকেট। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের তরফে খোলা হয়েছে অফিস। আগে ডেথ সার্টিফিকেট সংগ্রহ করতে যেতে হত তপসিয়ায় হিন্দু বেরিয়াল গ্রাউন্ডে। ফলে মৃতের পরিবারের সমস্যার খানিকটা সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে।