(Source: Poll of Polls)
WB Corona LIVE Updates:করোনা আক্রান্ত আশঙ্কায় বৃদ্ধাকে তাজপুরের সমুদ্র সৈকতে বসিয়ে পালিয়ে গেলেন নাতি!
এখনও পর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ১০ হাজার ৯৯৫। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ২৪৮। সুস্থতার হার ৮৫.০২ শতাংশ। বর্তমানে হোম কোয়ারান্টিনে আছেন ৩৪ হাজার ৬৫৩। রাজ্যে মোট অ্যাক্টিভ কেস ১ লক্ষ ১০ হাজার ২৪১।
LIVE
Background
কলকাতা: সারা দেশের মতো এ রাজ্যেও অব্যাহত করোনার চোখরাঙানি। ফের করোনা সংক্রমণের নয়া রেকর্ড। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৮৫ জন। এক্ষেত্রে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে রাজ্যে ফের রেকর্ড। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতাতেই ১ দিনে আক্রান্ত ৩ হাজার ৯০১ জন। উত্তর ২৪ পরগনায় ১ দিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৯১২ জন। সবচেয়ে বেশি ২৩ জনের মৃত্যু কলকাতায়। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, সামান্য কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। অ্যাক্টিভ কেস বাড়ল ৪ হাজার ৪২৯।
এখনও পর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ১০ হাজার ৯৯৫। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ২৪৮। সুস্থতার হার ৮৫.০২ শতাংশ। বর্তমানে হোম কোয়ারান্টিনে আছেন ৩৪ হাজার ৬৫৩। রাজ্যে মোট অ্যাক্টিভ কেস ১ লক্ষ ১০ হাজার ২৪১।
বুধবারের হিসেব অনুযায়ী, একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছিলেন ১৭ হাজার ২০৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৭৭ জনের। ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই ২২ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ছিল ১৬।
এদিকে, কেন্দ্রের কাছে আরও ৩ কোটি ভ্যাকসিন চাইল রাজ্য। দেড় কোটি রাজ্যবাসীর জন্য ৩ কোটি ভ্যাকসিন চেয়ে চিঠি দিল রাজ্য সরকার। সরকারি হাসপাতালের জন্য ২ কোটি ভ্যাকসিনের আবেদন। বেসরকারি হাসপাতালের জন্য ১ কোটি ভ্যাকসিনের আবেদন। অন্যদিকে, ভ্যাকসিন নিয়ে বিশৃঙ্খলার আশঙ্কায় পুলিশকে চিঠি স্বাস্থ্য দফতরের। ভ্যাকসিনের সঙ্কটে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কায় চিঠি স্বাস্থ্য দফতরের।
WB Corona LIVE Updates: করোনা আক্রান্ত আশঙ্কায় বৃদ্ধাকে তাজপুরের সমুদ্র সৈকতে বসিয়ে পালিয়ে গেলেন নাতি!
করোনা আক্রান্ত আশঙ্কায় অশীতিপর বৃদ্ধাকে তাজপুরের সমুদ্র সৈকতে বসিয়ে পালিয়ে গেলেন নাতি! বেনজির অমানবিকতার ছবি পূর্ব মেদিনীপুরে। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় ভর্তি করা হল হাসপাতালে।
WB Corona LIVE Updates: করোনা আক্রান্ত হয়ে বারুইপুর পূর্বের ২ বারের বিধায়ক নির্মল মণ্ডলের মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে আরও একজন বিদায়ী বিধায়কের মৃত্যু। বারুইপুর পূর্বের ২ বারের বিধায়ক নির্মল মণ্ডলের মৃত্যু।করোনা আক্রান্ত হয়ে এমআর বাঙুর হাসপাতালে মৃত্যু।আব্দুর রহমান, গৌরীশঙ্কর দত্তের পরে আরেক বিধায়কের মৃত্যু
WB Corona LIVE Updates: কোভিড আক্রান্ত ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য
কোভিড আক্রান্ত ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। নকশালবাড়ির রাঙাপানির ঘটনা। পরিবার সূত্রে দাবি, ৪১ উত্তরবঙ্গ কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স চালাতেন। করোনা টেস্ট রিপোর্ট পাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন। গতকাল রাতে বাড়ি ফিরে আসেন।আজ সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ২৬ তারিখ তাঁর করোনা টেস্ট হয়, ২৮ তারিখে রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালে বেড না পেয়ে তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়েন বলে পরিবারের দাবি। সেজন্যই তিনি আত্মহত্যা করেন।
যদিও উত্তরবঙ্গ হাসপাতালে বেড রয়েছে। ওই ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে অন্য কোনও কারণ রয়েছে, কিনা খতিয়ে দেখছে পুলিশ।
WB Corona LIVE Updates: কিশোর ভারতী স্টেডিয়াম এখন কোভিড হাসপাতাল
স্টেডিয়াম বদলে গেল হাসপাতালে। কিশোর ভারতী স্টেডিয়াম এখন কোভিড হাসপাতাল। রয়েছে ১৫০-র বেশি বেড। বেসরকারি হাসপাতালের উদ্যোগে এই ব্যবস্থা। জেনারেল বেডের পাশাপাশি রয়েছে, আইসিইউ, এইচডিইউ। স্টেডিয়ামের বাইরে ব্যবস্থা করা হয়েছে অক্সিজেন প্ল্যান্টের।
WB Corona LIVE Updates: ঘাটতি মেটাতে বেলেঘাটা আইডিতে বসানো হল অক্সিজেনের ট্যাঙ্ক
ঘাটতি মেটাতে বেলেঘাটা আইডিতে বসানো হল অক্সিজেনের ট্যাঙ্ক। ১৩ হাজার লিটারের এই ট্যাঙ্ক থেকে বেডে পাইপলাইনের মাধ্যমে পাঠানো হচ্ছে অক্সিজেন।