WB Corona LIVE Updates: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৮ হাজার পার
করোনার কালো মেঘে ঢাকা রাজ্যের আকাশে অবশ্য রয়েছে সোনালি রেখাও। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা জয় করেছেন ১৬ হাজার ৫৪৭ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যের মোট ডিসচার্জ রেট গিয়ে দাঁড়াল ৮৫.২৩ শতাংশে।

Background
কলকাতা: করোনার চোখ-রাঙানি থামার কোনও লক্ষ্মণ নেই। রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ছাড়িয়ে গেল সাড়ে ১৭ হাজারের গণ্ডি। যা রেকর্ড। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ১৭ হাজার ৬৩৯ জন। এই সময় ব্যবধানের মধ্যে ১০৭ জন রাজ্যবাসীকে কোভিডের কাছে হারালাম আমরা।
করোনার কালো মেঘে ঢাকা রাজ্যের আকাশে অবশ্য রয়েছে সোনালি রেখাও। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা জয় করেছেন ১৬ হাজার ৫৪৭ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যের মোট ডিসচার্জ রেট গিয়ে দাঁড়াল ৮৫.২৩ শতাংশে।
রাজ্যের করোনা পরিস্থিতিতে সবথেকে চিন্তার ভাঁজ উত্তর ২৪ পরগণা ও কলকাতা নিয়ে। এই দুই জেলাতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৩৩ ও ৩১ জনের। দুই জেলাতে এই সময়পর্বে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৪৪ ও ৩ হাজার ৯০৩। এদিন রাজ্যে নতুন করে ১৭ হাজার ৬৩৯ জন আক্রান্ত হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা বাড়ল ৯৮৫। যার ফলে বঙ্গে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ১ লক্ষ ২০ হাজার ৯৪৬ জনে।
Corona Live Updates: ফাইজারকে ছাড়পত্র দিল কানাডার স্বাস্থ্যমন্ত্রক
করোনা টিকা ফাইজারকে ছাড়পত্র দিল কানাডার স্বাস্থ্যমন্ত্রক। প্রথম ডোজ দেওয়া হবে ১২ থেকে ১৫ বছরের কিশোর-কিশোরীদের। কানাডার স্বাস্থ্য পরামর্শদাতা সুপ্রিয়া শর্মার বক্তৃতা উদ্ধৃত করে দাবি রয়টার্সের।
WB Corona Live Updates: সরকারি নির্দেশ উপেক্ষা করে চলছে ব্যবসা
করোনা পরিস্থিতি মোকাবিলায় দোকান-বাজার খোলা রাখার সময় বেঁধে দিয়েছে সরকার। কিন্তু সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নির্ধারিত সময়ের পরেও খোলা দোকান, রমরমিয়ে চলছে ব্যবসা। এবিপি আনন্দর ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে জলপাইগুড়ির দিনবাজারে। খোলা দোকানাপাট, নেই সামাজিক দূরত্বের বালাই। অনেকের মুখেই নেই মাস্ক। পরে কড়া ব্যবস্থা নেয় পুলিশ। বন্ধ করে দেয় সব দোকান।






















