West Bengal Corona LIVE: গত ১ দিনে রাজ্যে করোনা মুক্ত হয়ে উঠেছেন ১৯ হাজার ২৩১ জন।
Get Latest West Bengal Coronavirus Live Updates: রাজ্যের করোনা আকাশে রয়েছে সোনালি রেখাও। প্রতিদিনই সুস্থতার সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হচ্ছে।
LIVE
Background
আগের সব রেকর্ড ভেঙে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজার পেরিয়ে গেল। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২০ হাজার ১৩৬ জন। এই সময়পর্বে রাজ্যে ১৩২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
কালো মেঘে ঢাকা রাজ্যের করোনা আকাশে অবশ্য রয়েছে সোনালি রেখাও। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত একদিনে রাজ্যে করোনা মুক্ত ১৮ হাজার ৯৯৪ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনা থেকে সুস্থতার শতকরা হার পৌঁছে গেল ৮৬.৪২ শতাংশে।
এদিকে, রাজ্যে প্রথমবার দৈনিক সংক্রমণ ২০ হাজার পারের দিন নতুন করে আরও ১০১০ জন অ্যাকটিভ রোগীকে নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্যে অ্যাকটিভ করোনা কেসের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ২৭ হাজার ৬৭৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডের স্যাম্পেল টেস্ট হয়েছিল ৬৮ হাজার ১৪২টি।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৭৩ জন, মৃত্যু হয়েছে ৩৭। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৯৮, মৃত্যু হয়েছে ৩৯। কলকাতা, উত্তর ২৪ পরগনার পাশাপাশি হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমের মতো জেলাও ক্রমশ চিন্তা বাড়াচ্ছে।
WB Corona LIVE Updates: প্রযুক্তির সাহায্যে দূর চিকিৎসার ব্যবস্থা
রোগী আছেন বাড়িতে। কিন্তু তাঁর পালস রেট, রক্তচাপ থেকে অক্সিজেন স্যাচুরেশন - প্রতি মুহূর্তের আপডেট ফুটে উঠছে হাসপাতালের কন্ট্রোলরুমে! ভয়ঙ্কর মহামারী পরিস্থিতিতে যখন বেডের আকাল, তখন প্রযুক্তির সাহায্যে দূর চিকিৎসার এই ব্যবস্থা করেছে ILS হাসপাতাল। বৈদ্যুতিন বেল্টের সঙ্গে Wi-Fi সিস্টেম, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে করোনা রোগী।
WB Corona LIVE Updates: গত ১ দিনে রাজ্যে করোনা মুক্ত হয়ে উঠেছেন ১৯ হাজার ২৩১ জন।
গত ১ দিনে রাজ্যে করোনা মুক্ত হয়ে উঠেছেন ১৯ হাজার ২৩১ জন। সংক্রমণের সংখ্যার মতোই সুস্থতার পরিসংখ্যানের বিচারে যা সর্বোচ্চ। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার পৌঁছে গিয়েছে ৮৬.৫৭ শতাংশে।
WB Corona LIVE Updates: গত ২৪ ঘণ্টায় রাজ্যের করোনার মৃত্যু ১৩৫ জনের
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ২০ হাজার ৩৭৭ জন। পাশাপাশি এই সময়পর্বে রাজ্যে মৃতের সংখ্যা ১৩৫।
WB Corona LIVE Updates: করোনা নিয়ে প্রধানমন্ত্রীকে বিরোধী নেতাদের পত্রাঘাত
করোনা নিয়ে প্রধানমন্ত্রীকে বিরোধী নেতাদের পত্রাঘাত। মোদিকে কড়া চিঠি সনিয়া গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে, স্টালিন, সীতারাম ইয়েচুরির। চিঠিতে লেখা হয়েছে, ‘জন বিপর্যয়ের দিকে যাচ্ছে করোনার মহামারী। দুর্ভাগ্যজনকভাবে সমস্ত পরামর্শই অগ্রাহ্য করছে সরকার। এর ফলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর দিকে যাচ্ছে।’
West Bengal Corona LIVE: ২০টি নতুন স্যানিটাইজেশন মেশিন কিনল কলকাতা পুরসভা
২০টি নতুন স্যানিটাইজেশন মেশিন কিনল কলকাতা পুরসভা। বরাত দেওয়া হয়েছে আরও ১০০টি মেশিনের। বিভিন্ন সংস্থা থেকে আরও ৬০টি মেশিন পাওয়া যাবে বলে আশা পুর কর্তৃপক্ষের।