WB Corona LIVE: রোগী ভর্তি না নেওয়ায় বেহালার নার্সিংহোমে ভাঙচুর
Get Latest West Bengal Coronavirus Live Updates: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪২৮ জন।

Background
রাজ্যের আকাশে বহাল রইল কোভিডের কালো ছায়া। গত কয়েকদিনের মতোই দৈনিক সংক্রমণ ২০ হাজার ছুঁইছুঁই। দৈনিক মৃত্যুও দেড়শো ছুঁইছুঁই। সঙ্গে কিছু বেড়ে গেল পজিটিভিটি রেট। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪২৮ জন। এই সময় ব্যবধানে রাজ্যে মৃত্যু হয়েছে ১৪৫ জনের।
রাজ্যে সংক্রমণের বিচারে এই মুহূর্তে সব জেলার ওপরে উত্তর ২৪ পরগনা। মৃত্যুতে কলকাতা। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণায় নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ৪ হাজার ১১৫ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। এদিকে, কলকাতায় এই সময়পর্বে মৃত্যু হয়েছে ৩৮ জনের। নতুন করে সংক্রমিত ৩ হাজার ৭৮৫। সংক্রমণ ও মৃত্যুর নাগপাশে থাকা হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও নদিয়া নিয়েও চিন্তা বাড়ছে প্রশাসনের।
এদিকে, স্বস্তির খবর গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৫০ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যে ডিসচার্জ রেট গিয়ে দাঁড়াল ৮৭.৬০ শতাংশে। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৬৭ হাজার ৬২৬ টি। যার মধ্যে ১৯ হাজার ৪২৮টি স্যাম্পেলই পজিটিভ। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যে পজিটিভিটি রেট ১০.১৩ শতাংশ। প্রসঙ্গত রাজ্যে গত দু'দিন ধরে প্রথমবার পজিটিভিটি রেট ১০ শতাংশের বেশি। গত একদিনে নতুন করে ২৩৩ জন অ্যাকটিভ রোগী সংযোজিত হওয়ায় এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৭৯৩ জন। যার মধ্যে এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৮৬ হাজার ৮৯২ জন।
West Bengal Corona LIVE: রোগী ভর্তি না নেওয়ায় বেহালার নার্সিংহোমে ভাঙচুর
রোগী ভর্তি না নেওয়ায় বেহালার নার্সিংহোমে ভাঙচুর।‘স্বাস্থ্য দফতরের অনুমতি না থাকায় নতুন রোগী ভর্তি করা যাচ্ছে না’, এই যুক্তিতে রোগীর পরিবারকে ফিরিয়ে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। তারপরই নার্সিংহোমে কর্মীদের সঙ্গে বচসা, ভাঙচুর।বেহালা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
WB Corona LIVE: সংঘাতের আবহে কাল করোনা-বৈঠকে মুখোমুখি মোদি-মমতা
সংঘাতের আবহে কাল করোনা-বৈঠকে মুখোমুখি মোদি-মমতা। সকাল ১১টায় ভার্চুয়াল বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোভিড পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে, এমনই খবর সূত্রের। বাংলা সহ ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বাংলার ৯টি জেলার জেলাশাসকও বৈঠকে অংশ নেবেন।কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের জেলাশাসক থাকবেন।






















