WB Corona LIVE: গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৪২৯ জন
Get Latest West Bengal Coronavirus Live Updates: রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডের জেরে প্রাণ হারালেন ১৫৪ জন।

Background
করোনায় মৃতের সংখ্যা আবারও দেড়শো পার। সংক্রমণ কিছুটা কমলেও অবশ্য চিন্তার ভাঁজ অব্যাহতই রইল পজিটিভিটি রেট নিয়ে। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডের জেরে প্রাণ হারালেন ১৫৪ জন।
দৈনিক সংক্রমণ অবশ্য কিছুটা কমেছে গত ২৪ ঘণ্টার বিচারে। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। এই একই সময়পর্বে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ২০২ জন। যে বিচারে ৪৯৩ জন কমে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৬৮৮ জনে। ডিসচার্জ রেট ৮৮.৩২ শতাংশ।
দৈনিক সংক্রমণকে দৈনিক সুস্থতা টেক্কা দিলেও স্বস্তির নিশ্বাস ঠিক এখনই ফেলা যাচ্ছে না। কারণ, পজিটিভিটি রেট। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টা সময়ে রাজ্যে করোনা টেস্ট হয়েছিল ৭০ হাজার ১৯ টি। যার মধ্যে ১৮ হাজার ৮৬৩ জনের স্যাম্পেল পজিটিভ। আর সেই জন্যই পজিটিভিটি রেট ১০.৫৩ শতাংশ।
West Bengal Corona LIVE: গত একদিনে রাজ্যে করোনামুক্ত ১৯ হাজার ৪২৯ জন
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৪২৯ জন। এই মুহূর্তে রাজ্যে ডিসচার্জ রেট ৮৮.৫৭ শতাংশ।
WB Corona LIVE: গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু ১৫৬ জনের
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ১৮ হাজার ৪২২ জন। এই সময়পর্বে মৃত্যু হয়েছে ১৫৬ জনের।






















