WB Corona LIVE: WB Corona LIVE: গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ১১ হাজার ২৮৪ জন
Get Latest West Bengal Coronavirus Live Updates: রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন। আর এই সময়পর্বে করোনামুক্ত হয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন।
LIVE
Background
নিম্নমুখী সংক্রমণ, বাড়ছে সুস্থতাও। কিন্তু পজিটিভিটি রেট ক্রমশ বেড়েই চলেছে। দৈনিক মৃত্যুও দেড়শোরই কাছাকাছি। চুম্বকে রাজ্যের করোনাচিত্র এই মুহূর্তে এমনটাই।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন। আর এই সময়পর্বে করোনামুক্ত হয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন। যার সুবাদেই একধাক্কায় ৭ হাজার ৪০৮ জন কমে রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমেছে ১ লক্ষ ২ হাজার ৩৯৮ জনে। ডিসচার্জ রেট ৯১.৩২ শতাংশ।
বিধিনিষেধের ঘেরাটোপে থাকা রাজ্যের এই চিত্র যেমন স্বস্তি এনে দিচ্ছে তেমনই একরাশ অস্বস্তি বজায় রাখছে মৃত্যুর সংখ্যা ও পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টাতেও রাজ্যে কোভিডে মৃতের সংখ্যা দেড়শোরই কাছাকাছি। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা কেড়ে নিয়েছে ১৪৮ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় কিছুটা বেড়ে করোনা পরীক্ষা হয়েছে ৬৩ হাজার ৫১৮ জনের। যার মধ্যে পজিটিভ ১১ হাজার ৫১৪ জন। শতাংশের হিসেবে যা ১১.০১ শতাংশ। রাজ্যে এই প্রথমবার পজিটিভিটি রেট ছাড়িয়ে গেল এগারোর গণ্ডি।
WB Corona LIVE: গত একদিনে রাজ্যে করোনামুক্ত ১৮ হাজার ৬৪২ জন
গত একদিনে রাজ্যে হাসপাতাল থেকে করোনামুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১৮ হাজার ৬৪২ জন। এই প্রথম রাজ্যে সুস্থতা ছাড়াল ১৮ হাজার।
WB Corona LIVE: গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ১১ হাজার ২৮৪ জন
গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ১১ হাজার ২৮৪ জন। মৃত্যু হয়েছে ১৪২ জনের।
West Bengal Corona LIVE: ইসলামিয়া হাসপাতালে কোভিড ইউনিট
ইসলামিয়া হাসপাতালে কোভিড ইউনিটের সূচনা করলেন ফিরহাদ হাকিম।
WB Corona LIVE: চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসও, রাজ্যে আক্রান্ত ২৩
করোনার আবহে আতঙ্ক বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে দাবি, চোখ থেকে সংক্রমণ মস্তিষ্কে ছড়িয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যে ৩ জনের মৃত্যু হয়েছে এই ছত্রাক সংক্রমণে। রাজ্যে মোট আক্রান্ত ২৩।
West Bengal Corona LIVE: অব্যবাস্থার অভিযোগ, বিশ্ববাংলা কোভিড হাসপাতালের সামনে বিক্ষোভ রোগীর আত্মীয়দের
অব্যবাস্থার অভিযোগে জলপাইগুড়ির বিশ্ববাংলা কোভিড হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন রোগীর আত্মীয়রা। অব্যবস্থার অভিযোগ তুলেছেন, এক প্রাক্তন টিএমসিপি নেতাও। এনিয়ে, সরাসরি কিছু বলতে চাননি জলপাইগুড়ির সহকারি মুখ্য স্বাস্থ্য আধিকারিক। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি