WB Corona LIVE: গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১০ হাজার ১৩৭ জন
গত একদিনে রাজ্যে নতুন করে সংক্রমিত ১১ হাজার ২৮৪ জন।

Background
আংশিক লকডাউন ও তারপর আরও কড়া বিধিনিষেধের সুফল মিলতে শুরু করল রাজ্যের করোনাচিত্রে। তবে তার গতি এতটাই অল্প, যে এখনই শঙ্কার আবহ পুরোপুরি দূরে সরানো যাচ্ছে না। সঙ্গে পজিটিভিটি রেটের চোখরাঙানি রয়েছে বহাল।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে নতুন করে সংক্রমিত ১১ হাজার ২৮৪ জন। গতকালও সংখ্যাটা ছিল ১১ হাজারের ঘরেই। রাজ্যে একসময় যা পৌঁছে গিয়েছিল প্রায় দৈনিক ২১ হাজারে। পাশাপাশি এই সময়পর্বে হাসপাতাল থেকে করোনামুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১৮ হাজার ৬৪২ জন। এই প্রথম রাজ্যে সুস্থতা ছাড়াল ১৮ হাজার।
একধাক্কায় ৭ হাজার ৫০০ জন কমে আপাতত রাজ্যে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৮৯৮ জন। দীর্ঘ বেশ কিছুদিন পরে যে সংখ্যা নামল ১ লক্ষের নীচে। পাশাপাশি হাসপাতাল থেকে ডিসচার্জ রেট এই মুহূর্তে পৌঁছে গিয়েছে ৯১.৩৯ শতাংশে।
গত বেশ কয়েকদিন ধরেই মৃত্যু ছিল দেড়শোর কাছাকাছি। একসময় যা ছাপিয়েও গিয়েছিল। কিন্তু রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। এই সময়পর্বে ১৪২ জন রাজ্যবাসীকে হারিয়েছি আমরা।
গত কয়েকদিনের থেকে কিছুটা বেড়ে শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৭০ হাজার ৩১৫টি। যার মধ্যে ১১ হাজার ২৮৪ জনই পজিটিভ। যার সুবাদে পজিটিভিটি রেট এই মুহূর্তে ১১.০৪ শতাংশ। যা নিয়ে অবশ্য চিন্তা বজায় থাকছে সবমহলেই।
West Bengal Corona LIVE: উত্তর ২৪ পরগণা ও কলকাতার করোনাচিত্র
গোটা রাজ্যের মতোই করোনার চিত্রটা ক্রমশ উজ্জ্বল হচ্ছে উত্তর ২৪ পরগণা ও কলকাতা জেলাতেও। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণা ও কলকাতায় নতুন করে সংক্রমিতের সংখ্যা আগের থেকে কিছুটা কমে যথাক্রমে ২ হাজার ৩৭৬ জন ও ১ হাজার ১৩২৪ জন। দুই জেলাতে গত একদিনে যথাক্রমে ৩৩ ও ২৮ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে।
WB Corona LIVE: কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন ছাড়াই আজ ভ্যাকসিন দেওয়া চালু করল কলকাতা পুরসভা
কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন ছাড়াই আজ ভ্যাকসিন দেওয়া চালু করল কলকাতা পুরসভা। দেওয়া হবে কোভিশিল্ডের ডোজ। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পুরসভার ১১৩টি স্বাস্থ্য কেন্দ্রে হবে টিকাকরণ। কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন না করিয়ে, শুধুমাত্র আধার কার্ড দেখালেই মিলবে কোভিশিল্ড ভ্যাকসিন।






















