WB Election 2021: দাদা বিজেপিতে? কী বললেন দিলীপ
দাদা অসুস্থ হওয়ার পর রাজনীতি যোগের জল্পনায় ছেদ পড়ার বদলে অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়ের মতো বিজেপি নেতাদের খোঁজখবরের জেরে আরও বাড়ে সেই জল্পনা।
কলকাতা: সোশ্যাল মিডিয়া সরগরম। ৭ মার্চ বিজেপির ব্রিগেড মঞ্চে নাকি থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়! জোরদার জল্পনার মাঝেই গোটা বিষয় নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। বিজেপি-র রাজ্য সভাপতি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, "সৌরভের ব্রিগেডে আসা নিয়ে আমার কাছে কোনও খবর নেই" । যে বিষয়ে অবশ্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফে কিছুই জানানো হয়নি। কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বোর্ড সভাপতিকে নাকি বঙ্গে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রেখে এগোতে চাইছে বিজেপি-র শীর্ষ নেতৃত্ব এমন জল্পনা হঠাৎই জোরদার হয়েছিল কিছুদিন আগে। দাদা অসুস্থ হওয়ার পর যে জল্পনায় ছেদ পড়ার বদলে অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়ের মতো নেতাদের খোঁজখবরের জেরে আরও বাড়ে সেই জল্পনা। অবশ্য বিজেপি বা সৌরভ কোনও পক্ষ থেকেই কোনও জল্পনার সত্যতা স্বীকার করা হয়নি, কিন্তু তার পরও নেটবাসিন্দারা মোটেই জল্পনা থামাননি।
কিছুদিন আগে এবিপি শিখর সম্মেলনে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপি জল্পনার খবরে জল ঢেলেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তাঁর সাফ কথা ছিল, কারোর খোঁজখবর নেওয়া মানেই দলে আসার প্রস্তাব দেওয়া, এমন ধারণা করা ঠিক নয়।
তবে বিজেপির রাজ্য নেতৃত্বের পক্ষে জল্পনা উড়িয়ে দেওয়া তো দূরে থাক। দিলীপ ঘোষ বা শমীক ভট্টচার্যের মতো নেতারা বারবার বরং দাদাকে স্বাগত জানিয়েছিলেন গেরুয়া শিবিরে। এবারে প্রধানমন্ত্রীর উপস্থিতিতিতে ব্রিগেডে দাদার বিজেপি যোগের জল্পনার মাঝে অবশ্য তা উড়িয়ে দিতে চাইলেন দিলীপ ঘোষ।